| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা,
খুব ইচ্ছে করছে তোকে দেখতে
হলদে কিংবা কমলাটে শাড়ীতে
খোপায়, কানে, হাতের কাজে
গাদা আর র্সূযমুখি ফুলের সাজে।
মনে আছে, অাজ যে পহেলা ফাগুন
চেয়ে দেখ, সবার মনে প্রেমের আগুন
আমি বাদ যাবো কেন
তোকে না দেখে?
জীবনটা দারুচিনি হয়ে গেল
তোকে না পেয়ে!
আজ ফাগুন বেলায়,
শিমুল, পলাশ, কাঠালচাঁপা
অার মুকুল ফুলের ঘ্রানে
ব্যাকুল অামার মন।
তবুও তুই কাছে নেই
গাদা অার হলদে গোলাপের
কোমল ছোয়াও নেই।
©স্বত্ব কপিরাইট: ইমরান বেলাল
লিখেছিলাম: ৮ ফেব্রুয়ারী ২০১৬
©somewhere in net ltd.