![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্ট কি জানা?
খুব বেশী তীব্র, তবে চাপা
এতো চাপা কষ্ট ফেল দেয়া যায় না।
স্পষ্ট উপলব্দি করছি,
ভেতরটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে
এমন কষ্ট না যায় উপলব্দি করা,
না যায় মুখে প্রকাশ করা।
মনে হচ্ছে কষ্টকে,
নতুন কিছু পাওয়ার কষ্ট
বা ত্যাগ করার কষ্ট।
তীব্র ভালোবাসার কষ্ট;
ভালোবাসার বস্তুকে
নিজের করে পাওয়ার কষ্ট;
অাবার মনে হচ্ছে,
এই অমূল্য সত্যটাকে
হারিয়ে ফেলার কষ্ট।
কষ্ট... কষ্ট... কষ্ট... উফ্ফ্ কষ্ট।
পৃথিবীতে শুধু পেতে এসেছিলাম
তবে, কষ্ট না সুখ
তা বুঝে উঠতে পারলাম না।
এতোটুকু বুঝলাম
হৃদয়ের গহীনে চিনচিন করছে
কষ্টের হাহাকার।
কষ্ট গুলোকে চোখের পানির
অাকারে বের করে দিয়ে
নিজেকে খুব সুখি মনে হচ্ছে এখন।
মনে হচ্ছে শুধু তার'ই জ্বালার সুখ,
অন্য রকম কষ্ট পাওয়ার
ভালােবাসার সুখ।
©স্বত্ব কপিরাইট: ইমরান বেলাল
লিখেছিলাম: ১৪ এপ্রিল ২০০৯ (মঙ্গলবার)
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:১৮
দেবজ্যোতিকাজল বলেছেন: ভালবাসা হলো মিষ্টি বিষ