![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবতেছি তোমার কথা, তুমিও ভাবো অযথা
হেটে যাই যে রাস্তায়, তুমিও যাও প্রায় রিকশায়
গাইতেছি যে গাণটা, তুমিও গাও পুরান কথা
হুমমম হুমম হুমমম . . .
কথারা ঘুরে ফিরে লোকাল হাওয়ায়
কথারা তোমার কাছেই যায়
প্রিয় হাওয়া তুমি বয়ে চলোনা
কোন এতো এতো টালবাহানা
ভাল্লাগে না ভাল্লাগে না ভাল্লাগে না . . .
তোমার চোখের ইশারায়,
মেঘগুলো নেচে যায়
পাখিগুলো দল বেধে আসে
তোমার বিকেলের জানালায়
ওহ ধুত্তরিছাই তাই হাওয়ায় উড়াই
শহরের জমে থাকা গাণ
কথারা ঘুরে ফিরে লোকাল হাওয়ায়
কথারা তোমার কাছেই যায়
প্রিয় হাওয়া তুমি বয়ে চলনা
কোন এতো এতো টালবাহানা
ভাবতেছি তোমার কথা, তুমিও ভাবো অযথা
হেটে যাই যে রাস্তায়, তুমিও যাও প্রায় রিকশায়
গাইতেছি যে গাণটা, তুমিও গাও পুরান কথা
হুমমম হুমম হুমমম . . .
-
Song name: “Local প্রেমের গান”
Album Name: “সানি’র মুক্তাঞ্চল”
Singer: Ahmed Hasan Sunny.
-
https://www.facebook.com/airtelbuzz/videos/1381685441860112/
©somewhere in net ltd.