নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ছড়া

২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১২:১৭

সত্যের পথে অন্যায়
শ্রাবণ আহমেদ

সেদিন দেখি হাঁটের ধারে
উকিল বাবু মাথা নাড়ে।
চিন্তিত সে মনে হলো
মুখটা কেন লাগছে কালো।

সাথেই উনার ছিল সঙ্গি
ওদের আবার দৃষ্টিভঙ্গি।
অসৎ পথে লুটের টাকা
বাড়িটা আবার ঝাকানাকা।

হাঁট কর্তা বিপদে পড়ে
উকিল বাবুকে ডাকে ঘরে।
শুনেছে কর্তা উকিল ভালো
ডেকে দেখে মনটা কালো।

ডাকাত হলো উপাধি তার
ভাগ নেয় খাঁজনার টাকার।
না দিলে খাঁজনা কর্তায়
দুঃখের কথা উকিল বর্তায়।

পরিশেষে ক্লান্তি বেশে
উকিল বাবু একটু হেসে।
সমস্যার করে সমাধান
মোটা অংকের ফী চান।

টাকার বদলে উকিলি কাজ
করেন তিনি ভুলে লাজ।
সরকারি ভাতা পেয়েও সে
জীবন বাঁচান হারাম ঘুষে।

তবুও তো লোকে তাকে
সৎ মানুষ বলে ডাকে।
না ডাকলে হাজতের ভয়
লোকের টাকায় সত্যের জয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ১:০৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ডাকাত হলো উপাধি তার
ভাগ নেয় খাঁজনার টাকার।
না দিলে খাঁজনা কর্তায়
দুঃখের কথা উকিল বর্তায়।

........................................................................
এভাবে আমরা জীবনের বাঁকে আটকে পড়ি , কবিতায় ++

২| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৪

Sujon Mahmud বলেছেন: নান্দনিক সৃষ্টি

৩| ২২ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:১৭

হাবিব বলেছেন: অসাধারন লাগলো

৪| ২২ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.