![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মাপাড়ের মেয়েটি
শ্রাবণ আহমেদ
.
পদ্মাপাড়ে একদিন তারে
দেখেছিলাম নয়ন ভরে।
আর দেখিনি সেদিনের পর
শুনেছিলাম তার ভীষণ জ্বর।
সময় এসেছিলো ফুরিয়ে আমার
ছেড়েছি আমি পদ্মার সে পাড়।
যাওয়া হয়নি আর সময় করে
নীল পদ্মটারে যে খুব মনে পড়ে।
প্রথম দেখায় তারে প্রেম জাগে
যেমনটা কখনও জাগেনি আগে।
ভাবছি আবার যাবো একদিন
পদ্মাপাড়ে কি সে দাঁড়াবে সেদিন?
ইচ্ছে তবু আছে মনে
দেখা হবে তার সনে।
বলবো তারে মনের কথা
নাম বোধ হয় তার পারুলতা।
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬
শ্রাবণ আহমেদ বলেছেন: আন্তরিক ধন্যবাদ প্রিয়
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২১
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।