![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একুশ আমার
শ্রাবণ আহমেদ
.
সবাই বলে একুশ আমার,
যখন ফেব্রুয়ারি আসে।
লাল সাদা থাকে রঙ জামার,
আড়ালে রমণীরা হাসে।
বিজয়ের উল্লাস চারিদিকে,
বেরিয়েছে সবাই পথে।
করেছে বরণ ফেব্রুয়ারিকে,
ভাষা, ভালোবাসার রথে।
সবাই বলে একুশ আমার,
সম্মানও করে সকলে।
ভ্রমণ করে শহীদ মিনার,
জুতা থাকে তার দখলে।
মাথায় নিয়ে একুশের ফিঁতা,
ঘুরে বেড়ায় রাজপথে।
মেয়ে দেখলেই সম্মান করে,
শিস আর অশ্লীল কথ্যে।
আমরা বলি ফেব্রুয়ারি নাকি,
বাংলার সম্মানিত মাস।
ভাষা দিবস তো রয়েছে বাকি,
সম্মান সে প্রেমের দাস।
ভালোবাসার দিবস ফুরালে,
তখন দেখি একুশকে।
তার আগে ভাষা থাকে আড়ালে,
বরণ করি অশ্লীলকে।
তবুও, তবুও দেখুন.....
সবাই বলে একুশ আমার,
বাংলা আমার অহংকার।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
শ্রাবণ আহমেদ বলেছেন: হুম
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৪
রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪
মাহমুদুর রহমান বলেছেন: মানুষের মন থেকে, দিন দিন এই অহংকারবোধ হারিয়ে যাচ্ছে কেবল কিছু দুষ্টু লোকের কারনে।