![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙ্গমঞ্চ
--- শ্রাবণ আহমেদ
.
রঙ্গমঞ্চে পড়িয়াছে কৃষ্ণ যবনিকা,
ওপারে ঘটিছে যাহা অবিদিত তাহা।
লোকচক্ষুর আড়ালে বেশভূষা তাঁরা
করিছে পরিবর্তন। মনে অভিলাষ
জাগিতেছে অনুক্ষণে জনতার মাঝে।
আনাড়ি জনতা সব উৎসুক হয়ে
চাহিছে মঞ্চের পানে। চোখে ধুলো দিয়ে
পালায়েছে ততক্ষণে মঞ্চশিল্পীদ্বয়।
উলঙ্গ নারীর লোভে পড়িছে সকলে।
লালরঙা উত্তরীয় অর্থে ভরা ছিলো।
মঞ্চ ভাঙিলে বাবুরা শুধু হায় হায়
করিতে লাগিলো চেয়ে, রঙ্গমঞ্চ পানে।
শঠতা করিয়া তাঁরা লোভিয়াছে অর্থ।
আজি নগ্ন নারী-লোভে হারাইলো সব।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:৫৬
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ এবং ভালোবাসা নেবেন।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৫৬
কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো। সনেটের জন্য শুভকামনা রইলো।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৯
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:০২
রাজীব নুর বলেছেন: কবিতা আমি বুঝি না।
তাই সব কবিতাই আমার ভাল লাগে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:২৯
শ্রাবণ আহমেদ বলেছেন: হাহাহা, ভালোবাসা প্রিয় দাদা।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৩০
মানতাশা বলেছেন: +++++++++++++++++++++++++++++++++
কিছুটা হইয়াছে
+++++++++++++++++++++++++++++++++
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৯
দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগল , মধু মধু গন্ধ পেলাম ।
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:২৮
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ ভালো লাগলো আপনার রঙ্গমঞ্চ।++
শুভকামনা জানবেন।