![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পুঁথি-রূপসী কন্যা
--- শ্রাবণ আহমেদ
.
শুনো শুনো ভাই বোনেরা
শুনো দিয়া মন।
এই নিশীথে ব্যক্ত করবো
মনেরই কথন।
পূর্ব পাড়ার গাঁয়ে ছিলো
রূপসী এক কন্যা।
তাঁহার কথা কী কবো আর
রূপে সে অনন্যা।
ওরে
শুনো তুমরা শুনো সবাই
করি যে বর্ণণ।
সেই রূপসীর রূপের জন্য
ব্যাকুল ছিলো মন।
হাঁটতো পথে হেলেদুলে
হাসি থাকতো ঠোঁটে।
সেই হাসিতে নিত্য ওরে
কাননের ফুল ফোটে।
আরও আছে শুনো যদি
শুনাবো এখন।
সঙ্গে আছি আমি ওরে
তোমাদের শ্রাবণ।
(সংক্ষিপ্ত)
২| ১৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৩
বিজন রয় বলেছেন: অনেক দিন পুঁথি-বন্দনা শোনা হয়না।
এই ধারাটিকে কি আমরা হারিয়ে ফেলছি!!!
৩| ১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:০৬
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৯ রাত ২:০৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শুনতে ভালই লাগল,
তবে এত্ত রাতে রুপসী বন্ধনা কেন?