নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ঘুগরা পোকা

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

ঘুগরা পোকা
লেখক: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)
.
- কিরে তুই এখানে বসে ঘুগরা পোকা তুলছিস? আর ওদিকে তোর মা তোকে তন্নতন্ন করে খুঁজে বেরাচ্ছে।
- কী জন্যে খুঁজতেছে সেটা জানি আমি।
- কী জন্যে?
- সকালে খেয়ে বের হইনি সেজন্যে।
- তাহলে যা খেয়ে আয়, তারপর দু'জনে একসাথে ঘুগরা পোকা তুলবো।
- আম্মু কোথায় এখন?
- বাড়ির দিকে গেল দেখলাম চোখ মুছতে মুছতে।
- চোখ মুছতে মুছতে কেন?
- তোকে খুঁজে না পেয়ে।

বাধনের কথা শুনে নিরব এক দৌঁড়ে বাড়ির দিকে ছুঁটলো। আজকে তার কপালে নির্ঘাত শনি লেখা আছে। প্রতিদিন সে ভাত না খাওয়ার জন্য তার মায়ের হাতে কতই না মার খায়। তবু তার এই বদ অভ্যাসের কোনো পরিবর্তন আসে না। কাঁচা কঞ্চির বারি খাওয়াটা যেন তার অভ্যাসে পরিণত হয়েছে। দুপুর ১২টা বেজে ৩৭ মিনিট। অথচ নিরব এখনও না খেয়ে অাছে। পিচ্চি ছেলেটা জানে না, সে না খেলে তার হতভাগিনি মা'ও যে না খেয়ে থাকে। প্রতিদিন তাকে ডেকে ডেকে খাওয়াতে হয় তার মাকে।

কখনও টায়্যার নিয়ে খেলতে যাওয়া, কখনও বড়শি হাতে পুকুর পাড়ে বসে থাকা, আবার কখনও মোড়ের দোকানে বসে ছবি দেখা যেন তার নিত্য দিনের রুটিন।

বাড়ির সামনে গিয়ে সে গুটি গুটি পায়ে গেটটা পার হয়ে বাড়ির মধ্যে ঢুকতেই দেখে তার মা সিড়িতে বসে আছে। সে একটু এগিয়ে গিয়ে উঁকি মেরে দেখে, মায়ের হাতের কাছে কোনো লাঠি কিংবা কঞ্চি আছে কিনা। কিন্তু না, তার মায়ের আশে পাশে তাকে মারার মতো কিছুই নেই।

সে তার মায়ের কাছে গিয়ে মাকে ডাক দেয়। তার মা মুখ তুলে তাকাতেই তার বুকটা হুহু করে ওঠে। কেননা সে এই প্রথম তার মায়ের চোখে জল দেখছে। সে তার মায়ের কোলের কাছে গিয়ে বলে, আম্মু তুমি কাঁদছো কেন?
তার মা চোখ দু'টো মুছে সিক্ত কণ্ঠে জিজ্ঞেস করে, কই ছিলি এতক্ষণ? সারা পাড়া খুঁজেও তোকে পেলাম না।
- বড় মামাদের পুকুর পাড়ে বসে ঘুগরা পোকা তুলছিলাম।
- সকালের খাবারটা খেয়ে গিয়েই তো তুলতে পারিস।

হঠাৎই নিরবের চোখ যায় তার মায়ের পিছে থাকা কাঁচা কঞ্চির দিকে। সে এক দৌঁড়ে ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়।
তার মা কঞ্চি হাতে করে দরজায় টোকা দিয়ে বলে, দরজা খোল।
সে ভয়ার্ত কণ্ঠে বলে, না খুলবো না। দরজা খুললে তুমি মারবে আমায়।
- না, মারবো না।
- তাহলে কঞ্চি ফেলে দাও।
- আচ্ছা ফেলে দিলাম, এবার খোল।

নিরব দরজা খুলতেই তার মা তাকে......
.
অপেক্ষা করুন দ্বিতীয় পর্বের।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৩

শায়মা বলেছেন: মাইর দিলো তাইনা???

হা হা হা ঠিক করলো! :)

১০ ই নভেম্বর, ২০১৯ রাত ১:৪৮

শ্রাবণ আহমেদ বলেছেন: হাহাহা

২| ১৫ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৩:২১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর হয়েছে।

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.