নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ঘুগরা পোকা

১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫০

ঘুগরা পোকা
পর্ব-২
লেখক: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)
.
নিরব দরজা খুলতেই তার মা তাকে শপাং শপাং করে কয়েকটা বারি লাগিয়ে দেয়। সে পেছনে হাত দিয়ে 'আম্মু আম্মু' বলে চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর ব্যাথা একটু কমলে তার মা তাকে কোলে নিয়ে গালে তুলে খাইয়ে দেয়।

নিরবের চোখে তখনও জল টলমল করছে। সে তার মায়ের সাথে কোনো কথা বলছে না। চুপচাপ খেয়ে যাচ্ছে। খাওয়া শেষ হলে তার মা তাকে বুকে জড়িয়ে নিয়ে বলে, ব্যাথা পেয়েছিস বাবা?
নিরব অভিমানি কণ্ঠে বলে, তুমি মিথ্যাবাদি।তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছো। তুমি না বললে কঞ্চি ফেলে দিয়েছো? তবে দরজা খুলতেই কেন কঞ্চির বারি খেতে হলো?
তার মা তাকে আদর করে বলে, প্রতিদিন খেয়ে বের হবি। তবে আর কঞ্চির বারি খাবি না। সারাদিন খেলেধুলে দুপুরে এসে একবার খেয়ে যাবি। তাহলে আমার আর কোনো চিন্তা থাকবে না।

নিরব লক্ষ করে তার মা এখনও কাঁদছে। সে তার মায়ের কানের কাছে মুখ নিয়ে বলে, জানো মা একটা খুশির খবর আছে।
তার মা আর্দ্র নয়নে চেয়ে বলে, কী খবর?
সে বলে, ঘুগরা পোকার পায়ে সুতো বেঁধে ছেড়ে দিলে সে লাফিয়ে লাফিয়ে পালিয়ে যেতে চায়, কিন্তু সুতোর জন্যে যেতে পারে না।

নিরবের এমন কথা শুনে তার মা হেসে উঠে জিজ্ঞেস করে, তারপর?
- তারপর আর কী? তার লাফানো দেখে আশেপাশে থাকা মুরগীর দল তাকে খাওয়ার জন্য ছুটে আসে। কিন্তু আমার জন্য তারা ঘুগরা পোকাকে খেতে পারে না। খানিকক্ষণ ঘুগরা পোকাটাকে নাচিয়ে ছেড়ে দেই। আবার আরেকটু দূরে গিয়ে আরেকটা গর্ত খুঁজে পানি ঢালতে থাকি।

গর্তের কথা শুনে তার মায়ের মনে ভয় ঢুকে যায়। তিনি নিরবকে সতর্ক করে দেন, নিরব যেন ঘুগরা পোকা তুলতে আর না যায়। কিন্তু নিরব নাছোড়বান্দা। সে যাবেই।
সে তার মাকে বলে, মা তুমি চিন্তা করো না। আমি তোমাকে ঘুগরা তুলে এনে তার নাচ দেখাবো।
তার মা বলে, সব গর্তেই পানি ঢালিস না। এমনিতেই গরমকাল, সাপের উপদ্রব বেশি এখন।
- ও নিয়ে তুমি চিন্তা করো না। সাপে আমার কিচ্ছু করতে পারবে না। তুমি দেখোনি, সেদিন আমি আর মামা মিলে কত বড় সাপ মারলাম?

তার মা বিস্ময় চোখে চেয়ে বলে, ঐ সাপ তুই আর তোর মামা মেরেছিলি?
- তা নয়তো কী? তুমি মামাকে জিজ্ঞেস করে দেখো। আচ্ছা আমি এখন যাই। বাধন বসে আছে। ঘুগরা পোকা তুলতে হবে।
.
নিরব উঠানে থাকা বদনাটা হাতে নিয়ে পুকুর পাড়ের দিকে দৌঁড় দেয়। এদিকে তার মা মনে মনে বলে, পাগল ছেলে আমার।
.
অপেক্ষা করুন তৃতীয় পর্বের...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ৩য় পর্বের অপেক্ষায়।

২০ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:০১

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.