![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরু
--- শ্রাবণ আহমেদ
.
যখন, পশ্চিমা গগণে হেলিবে সূর্য
রইবো চেয়ে তোমার পানে।
নিরু, তোমার চুলের গন্ধে আমি
খুঁজবো ভালোবাসার মানে।
নদীর পানি হবো আমি
যদি, প্রবৃত্তি জাগে তোমার মনে।
আলতো করে ছুঁবে যখন
প্রেম হইবে মোর তোমার সনে।
তোমার, মিষ্টি ঠোঁটের পরশ নিবো
এই গোধুলি বেলায়।
সন্ধ্যে হলে ভাসবো দু'জন
নৌকা কিংবা ভেলায়।
ফেরার পথে জড়িয়ে ধরে
বলবো ভালোবাসি।
আমি, জনমভরে দেখবো নুরি
তোমার ঠোঁটের হাসি।
০৮ ই মার্চ, ২০২০ সকাল ৭:৩৬
শ্রাবণ আহমেদ বলেছেন: নিরুপমাকে ছোট্ট করে নিরু ডাকি
২| ০৮ ই মার্চ, ২০২০ সকাল ৯:৪৭
রাজীব নুর বলেছেন: নিরু আর নিরুপমা তো একজনই।
০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:০৩
শ্রাবণ আহমেদ বলেছেন: হ্যাঁ দাদা। সে বলে, বিয়ের পর এত বড় নাম কী করে ডাকবে? তার চেয়ে তুমি নিরু বলে ডাকো।
৩| ০৮ ই মার্চ, ২০২০ বিকাল ৩:৪৭
নেওয়াজ আলি বলেছেন: ভালোই ।
০৮ ই মার্চ, ২০২০ রাত ১০:০৯
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০২০ রাত ১২:১৮
প্রেক্ষা বলেছেন: কবিতা টা খুউউব সুন্দর কিন্তু নাম "নিরু" কেন??