![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজি, এই নিশিতে ঘুম নেই মোর চোখে।
আমার, হৃদ-লোচনে দেখে জানি কাকে!
আজি, এই নিশিতে ঘুম নেই মোর চোখে।
প্রিয়তমা চলে গেছে এই রাতে
সুখের আশায় অন্যকারো সাথে।
ভালোবাসার কমতি ছিল বোধ হয়
পায়নি সে সুখ হয়তো আমার বুকে।
মন না চিনে পড়েছিলাম প্রেমে
তাই, মাঝপথে জীবনটা গেছে থেমে।
অথই জলে ভাসছি আমি কেবল
কাঁদছি আমি কূল না পাওয়ার শোকে।
.
ঘুম নেই মোর চোখে [] শ্রাবণ আহমেদ
মার্চ ২০২০
২| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:৩৪
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
৩| ১৫ ই মার্চ, ২০২০ সকাল ১১:৪৮
নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন ।
৪| ১৫ ই মার্চ, ২০২০ রাত ১১:০০
জান্নাত গাজী বলেছেন: অসম্ভব সুন্দর
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০২০ রাত ১২:০৬
ওবাইদুল্লাহ আহমাদ হুসাইন বলেছেন: খুব সুন্দর হয়েছে।