![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘর সংসার ছেড়ে বারো বছর গুরুজির সান্নিধ্যে থাকার পর নরহরি পাল একদিন তার গুরুজিকে বলল, বাবা আজ বারো বছর হলো আপনার গুণগান গাই। আপনার সকল কর্মে নিজেকে আত্মনিয়োগ করি। আরও কত কী করি!
গুরুজি তখন গভীর ধ্যানে মগ্ন। নরহরি আবারও বলল, বাবা আপনি বলেছিলেন "আপনি আমাকে কিছু দেবেন। কই? কিছুই তো দিলেন না! অথচ আজ বারোটি বছর আমি ঘর সংসার ছেড়ে আপনার কাছে কিছু পাবার আশায় পড়ে আছি।"
গুরুজি পূর্বের মতোই ধ্যানে মগ্ন রইলেন। তিনি কোনো উত্তর করলেন না। এদিকে নরহরি পাল ভাবলেন এই লোক আস্ত একটা ভণ্ডলোক। এ বেটা আমাকে কিছুই দিতে পারবে না।
সে গুরুজির নিকুঞ্জ ত্যাগ করে বাড়ির পথে হাঁটা ধরলো। খানিক দূরে যেতেই সে মনে মনে বলল, ঐ ভণ্ডের ঘর-বাড়ি যেন পুড়ে ছারখার হয়ে যায়।
আর ঠিক তখনই তার গুরুজির গৃহে আগুন লেগে গেল। সে পেছনে তাকিয়ে দেখলো তার গুরুজির ঘর-বাড়ি পুড়ে যাচ্ছে।
ওদিকে গুরুজির আরেক শিষ্য গুরুজিকে বলল, বাবা আপনার ঘর তো পুড়ে গেল। নেভানোর ব্যবস্থা করুন। আমি পানি আনতে চললুম।
গুরুজি উত্তর করলেন, যে আগুন লাগিয়েছে। সেই এসে নেভাবে। তুমি বরং আজ এসো।
.
প্রাপ্তি
লেখক: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৮
বিজন রয় বলেছেন: দারুন তো! গুরুজীর নিজের উপর অগাধ বিশ্বাস।