নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

হাসিতে জীবন

০৯ ই জুলাই, ২০২০ সকাল ১১:১৪

বন্ধুর বোনের বিয়ে। বন্ধুর বাসা শহরে। আমাদের ব্যাচের সবাইকে দাওয়াত করেছে সে। বর যাত্রীদের খাওয়ানোর অভ্যাস আমার বহুদিনের। সেই সুবাদে আমাকে মাংসের দায়িত্ব দেওয়া হয়েছে।

বর যাত্রীরা খেতে বসেছে। টেবিলে টেবিলে ভাত মাংস মাছ ডিম সবকিছুই দেওয়া হয়েছে। এর মাঝে অনেকেই ভাত চাচ্ছেন। এর মাঝে একজন মুরুব্বি আমাকে বললেন, বাবা ভাতার আছে? আমি মুরুব্বির কথা শুনে হকচকিয়ে গেলাম। বললাম, চাচা মাংস লাগবে?

দূর থেকে ভাতওয়ালা এসে সবাইকে ভাত দিতে লাগলেন। ঐ টেবিলেই একজন মধ্য বয়সী মহিলা বসে ছিলেন। ভাত দেওয়া শেষে ভাতওয়ালা সেই মহিলাকে বললেন, বুবু ভাতার লাগবে?
মহিলা রেগে আগুন।
- কী বললেন আপনি?
খাজিনদার লোকটা বললেন, কী বললাম?
- চড় দিয়ে দাঁত ফেলে দেব হারামজাদা। চিনিস আমাকে?

মহিলার এমন গলা শুনে আমি এগিয়ে গেলাম। ইতোমধ্যে সবার দৃষ্টি সেই মহিলা আর খাজিনদারের দিকে। আমি বললাম, কী হয়েছে আন্টি?
তিনি রাগতস্বরেই বললেন, এই লোক আমাকে বলে কিনা ভাতার নেবেন? কী বেয়াদব দেখেছেন?
আমি বললাম, আন্টি আপনি বোধ হয় ভুল শুনেছেন। লোকটা আসলে আপনাকে বলতে চেয়েছে, ভাত আর নেবেন? যেমন আপনার সামনে থাকা লোকটিও আমাকে বলেছিলেন, বাবা ভাতার আছে?

আন্টি চুপ হয়ে মাথা নিচু করে বসে পড়লেন। খাজিনদার লোকটা প্রস্থান করলো। আমি আন্টিকে বললাম, আন্টি মাংস আর নেবেন?
.
ভাত আর নেবেন [] শ্রাবণ আহমেদ
জুন ২০২০

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ১:২২

ইসিয়াক বলেছেন: =p~ =p~ =p~

২| ০৯ ই জুলাই, ২০২০ দুপুর ২:৫৬

নেওয়াজ আলি বলেছেন: Ha ha ha

৩| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১১:১৫

রাজীব নুর বলেছেন: হে হে হে---

৪| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৬

পদ্মপুকুর বলেছেন: ক্যাম্পাসে আমাদের এক বন্ধু ছিলো রিন্টু। দুনিয়ার পুংটা। একবার দল বেঁধে খেতে গেছি কাটাবনের অষ্টব্যাঞ্জনে; খাবার টেবিলে শিল্পি সালামকে বললো- ভাতার (ভাত আর) নিবা? অমনি রিন্টু ধরে ফেললো- কিরে, তুই সালাম কে ভাতার নিতে বলছিস..... ও ছেলে মানুষ....তাইলে তোর কি হবে.... সালাম এবং শিল্পিকে বহুদ্দিন ভুগতে হয়েছিলো এ জন্য।

২২ শে জুলাই, ২০২০ রাত ১১:৪১

শ্রাবণ আহমেদ বলেছেন: হাহাহা

৫| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৫

শায়মা বলেছেন: হাহা :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.