নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অপূর্ণ

১০ ই জুলাই, ২০২০ সকাল ৮:১২

অতি দূরন্ত চঞ্চলা শোভন বিমলা নারী।
শুভ্র কায়া জলে ভেজে রূপখানি তার ভারি।
চরণে মাখা আলতা নেত্রে জড়ানো অঞ্জন।
হেরিছে লোচন মোর করিছে মনোরঞ্জন।
গাহে গুন-গুন করে অবেলায় চেনা গান।
কারে ভুলাইতে করে নৃত্য নিশিতে নিষ্প্রাণ?
পুষ্পখচিত কবরী অঙ্গে ভূষিত ভূষণ।
কাহাকে করিতে পারে সভ্য হইতে দূষণ।

কত লোকে ভুল করে জ্ঞান মান সব ছেড়ে,
নিভৃতে লোভিতে চাহে রাত প্রাত এক করে।
কত লোকে বাঁকা চোখে হীন মন-প্রাণ নিয়ে,
প্রবৃত্তি সাধনে গিয়ে আসে কুলমান দিয়ে।
আমি শুধু হাসি বসে নারী ভরা রূপ-রসে।
যাই যদি তার কাছে পড়ে ধুলা খ্যাতি-যশে।
.
অপূর্ণ [] শ্রাবণ আহমেদ
জুলাই ২০২০

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০২০ সকাল ৮:২৮

না মানুষী জমিন বলেছেন: অনেক ভালো লাগলো। চমৎকার।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:২১

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইজান। দোয়া করবেন যেন আরও ভালো কিছু লিখতে পারি।

২| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৩

নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয়

১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:২১

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ

৩| ১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: আপনি গল্প লিখেন, আবার কবিতা লিখেন। দুটাই ভালো লাগে।

১০ ই জুলাই, ২০২০ দুপুর ২:২২

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইজান। ভালোবাসা অবিরাম। আপনি কমেন্ট না করলে আমার লেখা যেন পূর্ণতা পায় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.