|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
পড়ালেখার টেনশনেতে মাথা আমার গরম ভাই।
পড়ালেখা ছাড়া দেখি আর তো কোনো উপায় নাই।
উঠতে বসতে চিন্তা জাগে এত পড়া পড়বে কে?
না পড়লে তো সিজিপিএ খারাপ আমার হইবো রে।
বন্ধু বান্ধব কেউ পড়ে না নকল কইরা করে পাশ।
আমি শালা নকল করতে না পাইরা খাই আস্ত বাঁশ।
দিন যে আমার টেনশনে যায় বই তো তবু খুলি না।
ল্যাপটপ নিয়া বইসা থাকি কাজের কাজ তো করি না।
পড়া পড়া এত পড়া মাথা আমার ঘুরে রে।
গল্পের বইও ভাল্লাগে না কী যে এখন করি রে?
বইয়ের উপর ধুলাবালি জইমা হইছে বস্তি ভাই।
ধুলা মুছতে গেলে দেখি পড়ার তো আর সময় নাই।
রাতদিন আমার সকলই যায় পড়ালেখার টেনশনে।
হাতের লেখা যবর খারাপ কলম রইছে কোনখানে?
পড়তে পড়তে জনম যাবে পড়া তো শেষ হইবো না।
চাকরি বাকরি না পাইলে ভাই কেউ তো কথা কইবো না।
বিপদ আমার চারিদিকে পরীক্ষা ভাই এলো রে।
প্রাণ কুলমান সবই বুঝি এই নাগাদে গেল রে।
.
টেনশন [] শ্রাবণ আহমেদ
অক্টোবর ২০২০
 ১০ টি
    	১০ টি    	 +০/-০
    	+০/-০  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৮:৫৮
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৮:৫৮
শ্রাবণ আহমেদ বলেছেন: একজন কবি চাইলে গাঁইয়া টোকাই শুদ্ধ সব ভাষাতেই লিখতে পারে।
২|  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৪৩
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৪৩
শায়মা বলেছেন: হা হা হা ভাইয়া হাসতে হাসতে শেষ।
প্রথমে কবিতা পড়ে তারপর মরুর ধুলি আপুর কমেন্ট পড়ে!!!
হা হা হা হা হা  
  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১১:৪৬
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১১:৪৬
শ্রাবণ আহমেদ বলেছেন: এইযে হাসালাম, বিনিময়ে কী দেবেন ঝটপট দিয়ে দেন।
৩|  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৫৬
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ৯:৫৬
রাজীব নুর বলেছেন: বেশ। ভালো। হয়েছে।
  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১১:৪৭
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১১:৪৭
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইজান
৪|  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:১২
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:১২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বিরাট টেনশন তো!
  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১১:৪৭
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১১:৪৭
শ্রাবণ আহমেদ বলেছেন: প্রচন্ড বিরাট টেনশন।
৫|  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৫৯
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১০:৫৯
জনৈক অপদার্থ বলেছেন: টেনশন করবেন না। এদেশের পড়ালেখা কোন কাজের না। ভ্যালু এড করতে চাইলে প্রোফেশনাল কোর্স (CIMA, CFA, PMP) করুন। একাডেমিক টা জাস্ট পাশ করার জন্যেই। আপনার জন্য শুভকামনা ভাইয়া।
  ২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১১:৪৮
২৮ শে অক্টোবর, ২০২০  রাত ১১:৪৮
শ্রাবণ আহমেদ বলেছেন: সেটা অবশ্য মন্দ বলেননি। ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৬:৪৪
২৮ শে অক্টোবর, ২০২০  সন্ধ্যা  ৬:৪৪
মরুর ধুলি বলেছেন: পড়ালেখা করণেওয়ালার লিখার ভাষা কি টোকাইর মতো হয়?