![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- শোনো শোনো শোনো সখা গো,
ও সখা বলি যে তোমারে গো, শোনো সখা সখা গো!
- বলো বলো বলো কন্যা গো,
ও কন্যা জলদি করে বলো গো, আমার যেতে হবে গো!
- তুমি আমার শুধু আমার গো,
ও সখা তোমা বিনে মরি গো, শোনো সখা সখা গো!
- ষোড়শী রমণী তুমি গো,
ও কন্যা প্রেমও নাহি বুঝো গো, বলি কন্যা কন্যা গো!
- জোয়ারও যৌবনও আমার গো,
ও সখা ভেসে তুমি দেখো গো, শোনো সখা সখা গো!
- মনের সাথে মন না মিললে গো,
ও কন্যা জোয়ারে না ভাসি গো, বলি কন্যা কন্যা গো!
- তুমি ছাড়া সোনার যৌবন গো,
ও সখা খড়ায় যাবে শুইকা গো, শোনো সখা সখা গো!
- এমন প্রেমের প্রস্তাব কন্যা গো,
ও কন্যা দিও না গো তুমি গো, বলি কন্যা কন্যা গো!
.
নারী হতে প্রেম প্রস্তাব
--- শ্রাবণ আহমেদ
অনুকরণ: রঙিন রূপবান
২০ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৩৭
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ। আপনার একাউন্টের নাম দেখে গাইতে ইচ্ছে করছে "কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে।"
২| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।
২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১১
শ্রাবণ আহমেদ বলেছেন: অনেক ধন্যবাদ ভাইজান
৩| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ২:২৫
কবিতা পড়ার প্রহর বলেছেন: হ্যাঁ আমিও গাই। নিজের নিক যতবার দেখি ততবারই।
২১ শে নভেম্বর, ২০২০ বিকাল ৩:১২
শ্রাবণ আহমেদ বলেছেন: ওয়াও, দ্যাট'স গ্রেট।
©somewhere in net ltd.
১|
২০ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২৮
কবিতা পড়ার প্রহর বলেছেন: লোকগীতি হয়েছে। দারুন!