নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

আগুন লাইগাছে

০৮ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৬:৩০

কলেজ খুইলাছে সোলেমান কলেজ খুইলাছে।
এই শুনিয়া সাংবাদিকের আগুন লাইগাছে।
এই করোনায় পড়ালেখা,
কোথাও তো ভাই যায় না দেখা।
সবকিছু ঠিক আগের মতো,
চলতেছে যা ছিল যতো।
কলেজ খোলার নাম শুনিলেই,
ওরে কলেজ খোলার নাম শুনিলেই
আগুন লাইগাছে।
সাংবাদিকের পাছায় দেখো আগুন লাইগাছে।
ওরে রাস্তাঘাটে বাসের চিপায় ভীড় জইমাছে।
কলেজ খুইলাছে সোলেমান কলেজ খুইলাছে।
এই শুনিয়া সাংবাদিকের আগুন লাইগাছে।

হাট বাজারে ঠেলাঠেলি,
আবার ভিন্ন জাগায় ডলাডলি।
এসব ঠেলাঠেলি ডলাডলি জইমা উইঠাছে।
শুধু কলেজ খোলার নাম শুনিলেই
আগুন লাইগাছে।
ওরে সাংবাদিকের পাছায় দেখো আগুন লাইগাছে।

আমরা নাচি মিডিয়ার কথায়,
নেচে মরি পেটেরই ব্যথায়,
খাদ্যদ্রব্যের দাম বেড়েছে মিডিয়া কোথায়?
দালালিতে মগ্ন তারা চ্যানেল পত্রিকায়।
এই মিডিয়ারই ধোঁকায় পড়ে মানুষ মরতাছে।
এইদিকেতে সাংবাদিকে মজা লইতাছে।

করোনাতে যাচ্ছে মারা
বড়লোক আর জমিদাররা।
গরীব কোথাও মরছে না ভাই এই করোনাতে,
মরছে তারা খিদের জ্বালায় না খেতে খেতে।
মিডিয়াতে চলছে খবর,
মরছে গরীব দিচ্ছে কবর।
করোনাতে মরছে গরীব আওয়াজ তুইলাছে,
ঐ পা চাটা দালাল মিডিয়া আওয়াজ তুইলাছে।
কলেজ খুইলাছে সোলেমান কলেজ খুইলাছে।
এই শুনিয়া সাংবাদিকের আগুন লাইগাছে।
.
সাংবাদিকের পাছায় দেখো আগুন লাইগাছে
শ্রাবণ আহমেদ

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫১

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা লিখেছেন।

১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:০৯

শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.