![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিবির এমন একটি ছাত্র সংগঠন যারা দাবী করে ইসলাম প্রতিষ্ঠার আল্লাহর দীনকে প্রতিষ্ঠার। অথচ তাদের এই লক্ষ্য ও উদ্দেশ্য কেবল তাদের চোখ ধাধানো কাজেই সীমাবদ্ধ। মুসলিমের অজ্ঞতাকে তারা কাজে লাগিয়ে ইসলামকে কেবল ঢাল হিসেবে ব্যাবহার করছে, ভূবন-ভোলানোর কথার চেষ্টা চালিয়ে। শিবিরের ইতিহাসে তারা সেই পারফরমেন্সটাকেই চালু রেখেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের ভূমিকা ঢাকার জন্য নিজেদেরকে বাংলাদেশের অংশ বলে বারবার উচ্চারণ করে তারা নিজেদের রাজনৈতিক অবস্থানের বৈধতা খুঁজছে, অথচ জামায়াতে ইসলামী বাংলাদেশই হলো মুক্তিযুদ্ধের খলনায়ক, পাকিস্তানি হানাদারদের এদেশে অত্যাচার নিপীড়ন চালানোর মূল হোতাই আলবদর, রাজাকার যাদের মূলে ছিল গোলাম আজম, নিজামীদের মতো ও তাদের গং রা, তাদের তখন মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ভূমিকে বাঙালী মুক্ত করে উর্দুর পাকিস্তান বানানো, সেখানে তারা মূল হাতিয়ার হিসেবে নিয়েছে ইসলামকে আর পাকিস্তান তাদের দেশ সে হিসেবে। অথচ মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছিল সর্বস্তরের জনগন সেই সর্বস্তরের জনগনের ভিতর জামায়াতে ইসলামী কখনোই জড়িত ছিলনা, তারা বাংলাদেশ নামে কোন রাষ্ট্র হবে এটা চায় নি, এমনকি নিশ্চিত ছিল এই জনগনের পক্ষে এ যুদ্ধে(যেটাকে তারা গৃহ যুদ্ধ বলে চালিয়ে দিতে চায়) জেতা সম্ভব নয়, তাই তারা প্রবল প্রতাপে শুরু করে নিজের ইচ্ছা মাফিক আচরন, যখন যেমন খুশি, তখন তাদের মাঝে আর সেই ইসলামী মুল্যবোধ থাকল না, তারা হয়ে গেল হায়েনাদের পা চাটা গোলাম, নিরীহ মানুষকে তুলে দিতে লাগলো তাদের হাতে, মা-বোনদের তুলে দিতে লাগলো হায়েনাদের খাবার হিসেবে তখন তাদের সেই ইসলামী মূল্যবোধ থাকল না তখন তাদের ছিল ক্ষমতার লোভ,যেহেতু তারা নিশ্চিত ছিল এই ভু-খন্ড পাকিস্তানের হবে এবং পাকিস্তানের পক্ষে তারাই এ অংশের দায়িত্ব নিবে এই আশায় তারা পুর্ণ উদ্যোমে লেগে গেল বাংলাদেশী নিধনে। এই সব বর্ণনা আমরা সবাই জানি, তবু জামায়াতে ইসলামী আজ বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে টিকে আছে!! তারা দেখাতে চাচ্ছে তারা কত সফল এই দেশের টাকায় ব্যাংক, টিভি চ্যানেল চালিয়ে তারা আজ দেশের অংশীদারী কিনে নিচ্ছে এমনটাই বোঝাতে চাইছে। আজ তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার বুলি আওড়াচ্ছে যে দেশের সার্বভৌমত্ব তারা ধুলিস্যাত করতে চেয়েছে তার সার্বভৌমত্বের নীতিতেই আজ তারা নিজের বা-ডান উভয় হাত গলিয়ে বসে আছে, আর আমরা সেই সাধারন জনগন যাদের ভোটে প্রতিনিধি নির্বাচিত হয় বসে বসে আঙ্গুল চুষছি।
জামায়াতে ইসলামী, বাংলাদেশের স্বাধীনতার পরে আরেকটি উদ্যোগে নামে তা হলো ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা। এটি অংগ সংগঠন এটা সবারই জানা, তরুন প্রজন্মকে ইসলামের পথে আনার কথা বলে, রক্তের উন্মাদনা কাজে লাগিয়ে, নিজেদের স্বার্থের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকু হাদীস কুরআনের আয়াত নিজের মতো বুঝিয়ে তারা তাদের কর্মী, সাথী তে রুপান্তরিত করে নিচ্ছে অথচ যে ইসলামের পথে আসার আহবানে তারা এই মানুষদের আহবান জানাচ্ছে, পরবর্তীতে তাদের ভূমিকা ঘুরিয়ে নিচ্ছে রাজনৈতিক অঙ্গনে যেখানে ইসলামকে তারা জীবন দর্শন হিসেবে না নিয়ে ব্যাবহার করছে রাজনৈতিক সংগঠনের ঢাল হিসেবে, এবং এই ঢালই সাধারন জনগনকে তাদের বিপক্ষে অবস্থানের বিরুদ্ধে সাহায্য করছে। শিবিরের ছাত্র সংগঠনটি কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থেকে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করাচ্ছে সুক্ষ পরিকল্পনার মাধ্যমে কোমলমতি শিশুদের, তারা মেধাবি মুখ গুলিকে তাদের মূল টার্গেট করে নিয়ে তাদেরকে দিয়েই সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রশ্ন করলে এই মেধাবীদেরই শো-ডাউন করছে নিজেদের সম্পদ হিসেবে দেখিয়ে। ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য শিবিরের ভূমিকা অতি নগন্যই, বরং এর থেকেও রাজনৈতিক অঙ্গনে তাদের ভূমিকার প্রকটতা চোখে পড়ার মতো, এ থেকেই স্পষ্টই বোঝা যায় তারা ইসলামকে ঢাল হিসেবেই ব্যাবহার করছে, ফিলিস্তিনে, আফগানিস্তানে, ইরাকে মুসলিম গনহত্যার কোন হা হুতাশ তাদের নেই তাদের চোটপাট কেবল বাংলাদেশের প্রেক্ষাপট কে নিয়ে, তাদের এ সব ভূমিকা থেকে আরো বেশি স্পষ্ট হওয়া যায় যে তারা কতটা সুবিধাবাদী গোষ্ঠী।
যে হায়েনার উল্লাসে তারা উল্লসিত ছিল যে ক্ষমতার লোভে তারা উচ্ছসিত হয়ে এদেশের মানুষকে বিপদে ঠেলে দিয়েছে আজ স্বাধীনতা অর্জনের এত কাল পরেও সে লোভ তাদের এখনও দগদগে রয়ে গেছে, যে কারনে তারা একদিকে বলছে বাংলাদেশের প্রেক্ষাপটে ১৯৭১ সালে যে যুদ্ধ হয়েছিল সেখানে তাদের ভূমিকা ছিল দেশ রক্ষা করার, কারন পাকিস্তান তখন ছিল মুলত একটি দেশ, অপরদিকে তারা বলতে চাইছে তারা বাংলাদেশের একটি অংশ! কথা দুটি পুরোটাই সাংঘর্ষিক, একটি দেশের স্বাধীনতার বিপরীতে অবস্থান করে পরবর্তীতে স্বাধীনতার অংশ বলে দাবী করা কতটা সুবিধাবাদী, লোলুপ চেতনা থেকে আসতে পারে তা সহজেই বোধগম্য। যদি তারা বলে থাকে এদেশের ১৯৭১ এর যুদ্ধে তাদের ভূমিকা সঠিক ছিল তাহলে তাদের নিজেদের যুদ্ধাপরাধী বলে স্বীকার করে নিতে হবে কারন তাদের মতে মুক্তিযোদ্ধারা তখন দেশদ্রোহী ছিল, যদি মুক্তিযোদ্ধারা তাদের কাছে তখন দেশদ্রোহী থাকে তাহলে এখন মুক্তিযোদ্ধারা তাদের কাছে কি? নাকি স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের ভূমিকা পাল্টে গেছে, স্বাধীনতার পূর্ব ও পরে মুক্তিযোদ্ধাদের ভূমিকা একই ছিল দেশের জন্য স্বাধীনতা বরং জামায়াতে ইসলামী, শিবির, রাজাকারদের ভূমিকা পাল্টে গেছে। তারা নিজেদের বাংলাদেশের অংশ বলে দাবী করে কোন বিচারে?
দেশের মানুষ আমরা আজও চোখ বন্ধ করেই বসে আছি। যুদ্ধপরাধীদের বিচারের প্রশ্ন এখন কেবল রাজনৈতিক চাল বলেই মনে হয়, না হলে নিজামী, আজম গংরা এতটা ঔদ্ধত্য প্রদর্শন করে কেমন করে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, যাকে ধুলিস্যাত করার জন্য এরাই সবচেয়ে বেশি তৎপর ছিল।
স্বাধীনতা প্রাপ্তির ৩৮ টি বিজয় দিবস পালন করেও বিজয়ের মাসেই শুনতে হয়, জামায়াতে ইসলামী, শিবির এরা বাংলাদেশের অংশ!! আর কতদিন আমরা চোখ বন্ধ করে থাকব, নিজেদের ধুলিস্যাত প্রাপ্তির অপেক্ষায় কি আমরা আছি??
জামায়াত-শিবিরের ভন্ডামির কিছু লিংকঃ
ভাবছি এখন থেকে জামায়াট-শিবিরের ভন্ডামির মুখোশ খোলার জন্য যেখানে যেমন লিংক পাবো এই পোষ্টে আপডেট করবো। আপনারাও আমাকে সাহায্য করতে পারেন লিংক দিয়ে।
১। http://mjalam.amarblog.com//posts/95102/
২। Click This Link
৩। তারা মুক্তিযোদ্ধাদের ভারতীয় এজেন্ট বলেছিল।
৪। শান্তি কমিটি গঠন
৫। জামায়েতের নেতা মেজর জেনারেল ওমরাও খান পাকিস্তানের শত্রুদের (মুক্তিকামী জনগণকে) ধরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।
৬. জামাতের নেতা মওলানা ইউসুফ খুলনার শাহজাহান আলী রোডে অবস্থিত আনসার ক্যাম্পে ৯৬ জন জামাত কর্মী নিয়ে প্রথম রাজাকার বাহিনী গড়ে তোলেন।
৭. জামায়াতের ততকালীন আমির মওদুদী বলেছেন পাকিস্তানী বাহিনীর হস্তক্ষেপ যৌক্তিক।
৮. জামাত সাধারণ সম্পাদক আব্দুল খালেকের আহ্বান- গ্রামে গ্রামে রক্ষীদল গঠন করুন।
৯. সামরিক আইনে রাজাকারদের যে কোন লোককে গ্রেফতার করার ক্ষমতা প্রদান করায় জনগণের উপর তাদের অত্যাচার বৃদ্ধি হয়।
১০. পাক সেনারা আমাদের ভাই, তারা জেহাদী চেতনায় উজ্জীবিত – মতিউর রহমান নিজামী।
১১. পাকিস্তান অখন্ডতা ও সংহতি সংরক্ষণ এ্যাকশন কমিটি গঠন – দৈনিক সংগ্রাম ৯ই আগস্ট, ১৯৭১ ।
১২. তথাকথিত বাংলাদেশ আন্দোলনের সমর্থকরা ইসলাম, পাকিস্তান ও মুসলমানদের দুশমন – গোলাম আযম
১৩. জামাতের একজন সদস্যও পূর্ব পাকিস্তানে বাংলাদেশ আন্দোলনে নিজেদের কোন ক্রমেই জড়িত করেনি – মওলানা আব্দুর রহিম – দৈনিক সংগ্রাম
১৪. ছাত্রসংঘ কর্মীরা পাকিস্তানের প্রতি ইঞ্চি জায়গা রক্ষা করবে – মতিউর রহমান নিজামী
১৫. জামাতে ইসলামী নিরলসভাবে শান্তি কমিটির সাথে কাজ করে যাচ্ছে – গোলাম আজম
১৬. আল বদর বাহিনীর অভিযান: ৪০ মুক্তিযোদ্ধা গ্রেফতার- দৈনিক সংগ্রাম
১৭. বুদ্ধিজীবি ও মুক্তিযোদ্ধাদের ব্যাপারে আব্বাস আলী খান বলেন এদের নির্মূল করার ব্যপারে শান্তি বাহিনী ও সেনা বাহিনীকে সহায়তা করুন
ক্রমশ..
২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১
শ্রাবনের ফুল বলেছেন: প্রশ্নটা সেখানেই।
২| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০৬
নতুন রাজা বলেছেন: +++
২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৯
শ্রাবনের ফুল বলেছেন: ধইণ্যা ভাইয়া
৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৬
ভিজামন বলেছেন: একদিন ঘুম ভাংবেই...
জাতীর রোষানল থেকে অদের কেউ বাচাতে পারবে না।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৮
শ্রাবনের ফুল বলেছেন: সেদিনের অপেক্ষা করতে করতে জাতির ৩৮ টি বছর কেটে গেল...
৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২১
এ সামাদ বলেছেন: ইরাক আফগান নিয়ে আপনি হা হুতাশ করেন। একটু বেশী করে করেন। শিবির করতে যাবে কেন? আর আপনি বলেছেন জামায়াতরা স্বাধীন বাংলাদেশ কখনো চাইনি। বঙ্গবন্ধুও একটি স্বাধীন দেশ চাইনি। উনি স্বায়ত্বশাসন চেয়েছিলেন। একটু গবেশনা করে দেখুন। ভুল নাকি সঠিক। আমারতো ঐ সময় জন্ম হয়নি ইতিহাস থেকে জেনেছি। মন্তব্যে সত্য মিথ্যাটি দিয়ে দেবেন।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৫
শ্রাবনের ফুল বলেছেন: ইরাক আফগান নিয়ে আপনি হা হুতাশ করেন। একটু বেশী করে করেন। শিবির করতে যাবে কেন?
শিবির করবে কেন?? পা চাটা গোলাম গুলা আর তাদের পাঠাতো ভাই গুলা তো ইসলামরে ব্যাবহার করবে খালি, ইসলাম তো তোমাগো ঢাল।
গবেষনা দুনিয়ার একলা আপনিই করছেন? জামায়াতে ইসলামী স্বাধীন দেশ চাইছে কিনা আগে সেইটা খুইলা বলেন আপনার ইতিহাস ঘাইটা, বঙ্গবন্ধু কি চাইছে চায় নাই সেইটা পরে আসতেছি।
৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: +++
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩২
শ্রাবনের ফুল বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২
রিপন জি আর বলেছেন: আমার মনে হয় শুধু জামায়াত শিবির নয় গত নির্বাচনে যে যে ৩২ লাখ লোকে জামায়াত কে ভোট দিয়েছে তাদেরকেও যুদ্ধাপরাধি হিসাবে বিচার করা দরকার?
২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪০
শ্রাবনের ফুল বলেছেন: হা হা আপনি মনে হয় আমাকে প্রশ্ন করলেন? আপনি নিজে কন কি করা উচিত উইথ অ্যাসারটিভ সেন্টেন্স।
৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৪
এ সামাদ বলেছেন: তোরা আগে তোদের বিচার কর। তারপর জামাতগো বিচার করিস। তোরা তো জামাতের সাথেও নির্বাচন করলি। আবার জাতিয়পার্টির সাথেও। তোর বা তোদের কোন কি ইয়ে আছে।
দেশ বিক্রী করা পার্টি আবার জামাতরে বিচার করবার চাই। স্বার্থপর কোথাগার।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭
শ্রাবনের ফুল বলেছেন: বেশি পক পক করিস না পাব্লিকের রাগ কিন্তুক খ্রাপ জিনিস চ্যাছা দিপে। আর কি কৈলি একটু বুঝাই ক, আমগো কি বিচার করুম? আম্রা কি তগো মতো লাদাই বেড়াই? আর প্রশ্ন করলাম একটা তুই আইসা খেপলি কেনু রে মফিজ??
তোরা কি দেশ কেনা পার্টি? ফাউল কুনহানকার
৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৬
সামছুল আরেফিন বলেছেন: মার মনে হয় শুধু জামায়াত শিবির নয় গত নির্বাচনে যে যে ৩২ লাখ লোকে জামায়াত কে ভোট দিয়েছে তাদেরকেও যুদ্ধাপরাধি হিসাবে বিচার করা দরকার?
২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৯
শ্রাবনের ফুল বলেছেন: আরে ভাই আমিতো আপনারেই জিগাই আপনিই কন তাগো কি করা দরকার প্রশ্ন না কৈরা সিধা কন আপ্নার কি মত?
৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: sorry, due to some technical problem it is not possible to comment in Bangla. First of all i do agree with your statement placed in the title of the post. জামায়াত-শিবিরের গং রা স্বাধীনতার চেতনাকে এখনও অঙ্গুলি প্রদর্শন করে!!
They are celebrating Victory Day, giving rewards and awards to the freedom fighters. this proves your statement to be logical.
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
শ্রাবনের ফুল বলেছেন: আমি লজিকে থেকেই কথা বলতে চাচ্ছি। ইল্লজিকাল হওয়ার কোন কারনও নাই। আপনাকে ধন্যবাদ।
১০| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৬
কায়েস মাহমুদ বলেছেন:
আগুনে পোষ্ট, স্টিকি করা হোক।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৯
শ্রাবনের ফুল বলেছেন: হুমম
১১| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৮
এ সামাদ বলেছেন: তোরা আবার ২৮ অক্টোবর করতে পারবি। তাছাড়া আর কি করবি। লগি বৈঠা ছাড়া তোরা আর কি করতে পারিস। তোরা নিজেরাই মারামারি করে নিজেরাই একদিন শেষ হয়ে যাবি। যত নিউজ পড়ি সব কলেজ বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় তো তোরা নিজেরাই হাতাহাতি মারামারি লাঠা লাঠি করিস। তোদের কোন গন্তব্য আছে নাকি। খেয়ে দেয়ে সব একদিন শেষ হয়। তোরা তাই বিশ্বাস করিস। তোদের সাথে ফালতু কথা বলে কি হবে। ভাল হয়ে যা, ভাল হতে পয়সা লাগে।
মরার পরে ভাল হলে কাজে লাগবে না। সাপের মত বাঁকা থাকলে ফলাফল ভাল হবেনা।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
শ্রাবনের ফুল বলেছেন: ঐ গাধার বাচ্ছা আমি কি এই পোষ্টের লীগ রাজনীতি নিয়া কিছু কৈছি? বা আমি কোন রাজনৈতিক দলের সমর্থক কিছু কৈছি? লাদাইস কম, তরে জিগাইলাম "জামায়াত কি বাংলাদেশের স্বাধীনতা চাইছে?" এই প্রশ্নের জবাব দে।
আর মরনের ভয় দেখাইস না, তরা জান্নাতের হকদার আর বাকী সপ পাখিয়াল ভাবিস না, কে নাজাত পাবে পাবেনা সেইটা খোদার হাতে, ইসলামী ট্যাগ লাগাইয়া পগারপাড় হইতে পারবি, তারপরে পাড় হবি কেমনে একটু ভাইবা দেখিস।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৯
এ সামাদ বলেছেন: একটা বাজে পোষ্ট ষ্টিকি করার কোন দরকার নাই।
ফালতু পোষ,্ট সময় নষ্ট করার পোষ্ট।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৮
শ্রাবনের ফুল বলেছেন: তা তুমি এরাম একটা বাজে পোষ্টে আইসা এতো লাদাইতেছোই বা কেনু?
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০০
ভাবের অভাব বলেছেন: এরা দীন প্রতিষ্ঠার নামে নিত্য নতুন হাদিস তৈরি করে প্রতিনিয়তই ব্রেন ওয়াশ করে চলছে। সম্ভব হলে নিষিদ্ধ করা উচিত।
অনেকদিন আগের কথা, জামাত শিবিরের একটা সমাবেশে গেছিলাম। একই দিনে তারা দুইটা দাওয়াত দিয়েছিলো। একদিকে ছিলো দীনের দাওয়াত অন্যদিকে ছিলো বিরিয়ানির দাওয়াত। অভিজ্ঞতা খুব ভালো ছিলো না। দীনের দাওয়াতটা পুরাই খেয়েছিলাম কিন্তু বিরিয়ানিরটা শর্ট পড়ে গেছিলো।
++++
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪২
শ্রাবনের ফুল বলেছেন: এদের ব্রেন ওয়াশ অতিকায় চটোকদার, ইসলামকে নিয়ে এরা রিতীমত খেলা শুরু করেছে।
হা হ হা
ধন্যবাদ আপনাকে।
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
আমি মদন বলেছেন:
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৩
শ্রাবনের ফুল বলেছেন:
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৫
এ সামাদ বলেছেন: ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
বাঙ্গাল৭১ বলেছেন: এই রাজাকার এ সামাদকে চিনে রাখুন সবাই । ও কিছুক্ষন পরই পালাবে । এগুলো কোন প্রকৃত আইডি না । এরা বিভি্ন্ন নামে ব্লগে ঢুকে কিছু গালাগালি শুনলে খেয়ে পালিয়ে যায়।
যুদ্ধাপরাধীদের বিচার শুরু হলে এদেরও বিচার করা হবে ।
আসুন ব্লগে এদের তুমুল গালি আর থুথু ছিটিয়ে শিবির রাজাকারদের বংশধরদের বিচার শুরু করি ।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
শ্রাবনের ফুল বলেছেন: এরা হইচে কুত্তা টাইপের গরম পানি ছিটাইলেই কেঁউ কেঁউ করে
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৭
এ সামাদ বলেছেন: খেচতে থাক যত পারিস।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
শ্রাবনের ফুল বলেছেন: নাউজুবিল্লাহ তর তো রিতীমত কাম যন্ত্রনা উঠে গেছে দেখা যায়? আসলেই তো তুই মানুষ না শিবির!!
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
শ্রাবনের ফুল বলেছেন: পার্ভার্টিজমের জনক সামাইদ্যা পার্ভার্ট
১৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
কায়েস মাহমুদ বলেছেন:
@ এ সামাদ, জামাতের সব সময় প্রটেকশনের দরকার হয়, প্রটেকশান টা ড্রপ করলেই ২৮ শে অক্টোবর হয়, মনে রাইখো।
নিজামি, গোআ,মুজাহিদ এদেরকে ছাইড়া দিয়ে আরেকবার পল্টনে, দেইখো সাধারন পাবলিক কিভাবে ঝাপায়া পড়ে।
তবে আমরা আইনের প্রতি শ্রদ্বাশীল, সামরিক সরকারের সময় ওভাবে মারা ঠিক হয় নি, আইন করেই ফাসিতে ঝুলানো হবে।
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৯
এ সামাদ বলেছেন: ফাসির আদেশ হবে নাকি ? দরি ১নং তো? যেন ছিড়ে না যায়।
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২২
শ্রাবনের ফুল বলেছেন: সামাইদ্যা তরে কিন্তুক খাইচি, ধরা খাইয়া গেছস পিরায়..
২০| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
শ্রাবনের ফুল বলেছেন: অশ্লীল মন্তব্য ও উচাটন আচরনের কারনে সামাইদ্যাকে ব্লক করা হলো।
২১| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৮
ফারা তন্বী বলেছেন: পার্ভার্টিজমের জনক হল গু আযম দোস্ত! সামাইদ্যা হইল গু আযমের নাপাক বীজ! বেহেস্তে তো কোন প্লট খালি পাওয়া যাবেনা মনে হয় জামাতি আর শিবিরের জারজ গুলার জন্য (ওদের কথা মত)
২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০০
শ্রাবনের ফুল বলেছেন: আমিতো ভাবতেছি জান্নাতের সব প্লট ওরা বুকিং করে রাখছে কিনা!! জান্নাতের টিকিট একমাত্র ওদের কাছেই কথার ভাবে তো তাই মুনায়
২২| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৯
ফারা তন্বী বলেছেন: ব্লক করিসনা, মানুষ দেখুক জামাতিদের সুশীলতা!!!!!!!!!!!
২৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৯
সাব্বির হোসেন শুভ বলেছেন: সামাইদ্যা এতো চেতলো কেন? গো।আ কি ওর বাপ লাগে???
সহমত @ফারা তন্বী
ব্লক করিসনা, মানুষ দেখুক জামাতিদের সুশীলতা!!!!!!!!!!!
২৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০২
সাব্বির হোসেন শুভ বলেছেন: সামাইদ্যার কথাগুলান মনে হই এর আগেও এই পোষ্ট এ দেখছি। কিরে সামাদ্যা, এক শিয়াল হুয়া ত সবটি কয় হুক্কা-হুয়া নাকি রে???
এই পোষ্ট
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২০
শ্রাবনের ফুল বলেছেন: ধন্যবাদ
২৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
এস বাসার বলেছেন: শ্রাবনের ফুল বলেছেন: অশ্লীল মন্তব্য ও উচাটন আচরনের কারনে সামাইদ্যাকে ব্লক করা হলো।
একদম ঠিক করছেন, শালার পাায় বাশ দেওয়া দরকার।
পোষ্টে প্লাস।
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫১
শ্রাবনের ফুল বলেছেন: ধন্যবাদ।
২৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৭
নতুন রাজা বলেছেন: আমাদের দৃষ্টিভঙ্গী এখনো এতো বড় হয়নি যে, যেসব দাড়ি-টুপিওয়ালা আমার মা-বোনকে ধষর্ণ করেছে, তাদের আমি ক্ষমা করবো। আমার দৃষ্টিভঙ্গী আমার পিতার হত্যাকারীকে ক্ষমা করার মতো এতোটা উদার নয়। আমার কানে আজো বাজে আজম-নিজামী-মুজাহিদের হোলির উল্লাস। আমি আমার ক্ষুদ্র মানসিকতা নিয়েই এইসব ভন্ডদের বিচার চাই। যদি বিচার না পাই, কথা দিচ্ছি, পরেরবার আর সুযোগের সদ্ব্যবহারের কাপর্ণ্য করবোনা। আমার বাবার হাতের অস্ত্র হয়তো তাদের ক্ষমা করেছিলো, কিন্তু আমার অস্ত্র তাদের ক্ষমার জন্য নয়...
একজন মুসলিম হিসাবেই বলছি, যদি ধর্ষণকারীর হাত ধরে বেহেস্তে যেতে হয় আমি সে বেহেশতে যেতে চাই না। যে বেহেস্তে যেতে হত্যাকারীর লেজ ধরতে হয়, আমি ব্যাক্তিগত ভাবে সে বেহেস্তকে ঘৃণা করি...
শ্রা.ফু. ভন্ডদের মুখোশ খুলে দেয়ার মতো এরকম একটা পোষ্টের জন্য একজন মুক্তিযোদ্ধার সন্তানের লাল সালাম নে... সাবাস...
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৩
শ্রাবনের ফুল বলেছেন: আমিও অতো উদার হতে চাইনা যে, এই জামায়াত-শিবির যারা মুক্তিযুদ্ধে স্বাধীনতাকে ছিনিয়ে নিতে চাইলো তাদের ক্ষমা করে দেব।
অনেক ধন্যবাদ ভাইয়া..
২৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২১
স্বপ্নকথক বলেছেন: রাজনীতি করিনা...মাগার জামাত-শিবির দেখলেই আমার ভেতরে মুজিব-জিয়া একলগে জেগে ওঠে, মনে হয় টুকরা টুকরা কৈরা কুত্তা দিয়া খাওয়াই। (
(
(
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৫
শ্রাবনের ফুল বলেছেন: কুত্তাও এদের খাবে না, কুত্তা অতোটা বেঈমান না যতোটা এরা।
২৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১
শেহাব বলেছেন: জামাতের দিন শেষ।
২৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৩
শেহাব বলেছেন: জামাতের দিন শেষ
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৭
শ্রাবনের ফুল বলেছেন: এইটা কেবল মুখে বললে হবে না! এদের শেষ করেই তবে অন্য কাজে নামা উচিত।
৩০| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭
হেমায়েতপুরী বলেছেন: +
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২২
শ্রাবনের ফুল বলেছেন: ধন্যবাদ।
৩১| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:০২
নাজমুল আহমেদ বলেছেন: এটা আমার বিশ্বাস যে, কোন একদিন নিশ্চই জায়েদীর মত প্রতিবাদী কেউ একজন দাড়িয়ে যাবে। দুনিয়া জুড়ে সবাই দেখবে নিজামী'র মুখে জুতা। আমার আরও বিশ্বাস কোন নেতা বা নেত্রীর আহ্বান ছাড়াই আরেকটা ২৮শে অক্টোবর বাংলাদেশে ঘটে যাবে। দুনিয়া জুরে সবাই দেখবে প্রতিবাদী মানুষের পায়ের নিচে পৃষ্ট হচ্ছে নিজামী মুজাহিদ এন্ড গং।
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৭
শ্রাবনের ফুল বলেছেন: সেই স্বপ্ন আমরা সবাই দেখি, তা বাস্তবায়নে সবাইকে এগিয়েও আসতে হবে, এরা দিনকে দিন শক্তিশালী হওয়ার চেষ্টা করছে.. এরা দেশের শত্রু , সুবিধাবাদী চক্র।
৩২| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১৯
েহলাল খান বলেছেন: আমার মনে হয় শুধু জামায়াত শিবির নয় গত নির্বাচনে যে যে ৩২ লাখ লোকে জামায়াত কে ভোট দিয়েছে তাদেরকেও যুদ্ধাপরাধি হিসাবে বিচার করা দরকার?
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৮
শ্রাবনের ফুল বলেছেন: কেন জামায়াত শিবিরের আই ওয়াশের শিকার হয়েছে বলে?
৩৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৪
অমাবশ্যার চাঁদ বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই। জামাত-শিবিরকে গদাম।
পোস্টে অনেক গুলো প্লাস।
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:২৯
শ্রাবনের ফুল বলেছেন: যুদ্ধাপরাধীদের বিচার চাই। জামাত-শিবিরকে গদাম।
৩৪| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:০১
আশফাকুর র বলেছেন: ++++++++++++++
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১২
শ্রাবনের ফুল বলেছেন: ধন্যবাদ
৩৫| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯
ত্রিশোনকু বলেছেন: ৩৮ বছর কেটে গেছে। আরও কতদিন কাটবে এদের বিচার করতে কে জানে?
বর্তমান সরকারেরও না আছে এসব সারমেয়-বেজন্মাদের বিচার করার সদিচছা না সৎ সাহস।
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:১৬
শ্রাবনের ফুল বলেছেন: সেটাই সরকারও রাজনৈতিক সুখ লুটতেছে এদের দিয়ে.. সব এক দলে।
৩৬| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
স্বপ্নকথক বলেছেন: ওয়েব সাইটে নিজামীর ছবি দেখে বমি আইলো :-& :-& :-& :-&
৩৭| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
স্বপ্নকথক বলেছেন: ওয়েব সাইটে গোআর ছবি দেখে বমি আইলো :-& :-& :-& :-&
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫১
শ্রাবনের ফুল বলেছেন: :-& :-& :-& :-&
৩৮| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০৩
হা...হা...হা... বলেছেন: আরে মিয়া.... এইটা দেখেন... রাজাকারেরা কি শুরু করছে..... Click This Link
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৩
শ্রাবনের ফুল বলেছেন: এরা এগুলাই করে বেড়াচ্ছে এখন, কর্মী বই, ইয়ানত, বার্ষিক সম্মেলন, টাকা দিয়ে অস্ত্র কেনা সবই এদের পরিকল্পনা মাফিক হচ্ছে। এখন অপেক্ষা করতে হবে কখন এরা ছোবল দেয়!
৩৯| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৩
লিবিব বলেছেন: সামাইদ্যর বিচার চাই আগে.......................................
২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ২:৫৫
শ্রাবনের ফুল বলেছেন: সামাইদ্যা হইলো জামাত-শিবিরদের একজন পেরতিনিধি, ওগো রাম গদামই ওগো বিচার, লাথির উপ্রে রাখতে হবে।
৪০| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
ও.জামান বলেছেন: জামায়াত-শিবিরের গং রা স্বাধীনতার চেতনাকে এখনও অঙ্গুলি প্রদর্শন কেন করবে না? সাহসটা কারা দেয়?
৪১| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৩
বাবর মোহাম্মদ বলেছেন: আবার যুদ্ধ লাগলে সামাদ তার মা রে লীলাখেলা কর্তে পাঠাবে নিশ্চিত....
৪২| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:০৫
বাবর মোহাম্মদ বলেছেন: নাজমুল আহমেদ বলেছেন: এটা আমার বিশ্বাস যে, কোন একদিন নিশ্চই জায়েদীর মত প্রতিবাদী কেউ একজন দাড়িয়ে যাবে। দুনিয়া জুড়ে সবাই দেখবে নিজামী'র মুখে জুতা। আমার আরও বিশ্বাস কোন নেতা বা নেত্রীর আহ্বান ছাড়াই আরেকটা ২৮শে অক্টোবর বাংলাদেশে ঘটে যাবে। দুনিয়া জুরে সবাই দেখবে প্রতিবাদী মানুষের পায়ের নিচে পৃষ্ট হচ্ছে নিজামী মুজাহিদ এন্ড গং।
মাস্তি কতা কইলেন...
৪৩| ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৪
রুধীণ বলেছেন: আমাদের উচিত জামায়াতের এই নতুন কৌশলকে বাস্তবায়ন করতে না দেয়া।
৪৪| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১১
শ্রাবনের ফুল বলেছেন: জামায়াত শিবির গং রা মুক্তিযুদ্ধ কে ওয়ান ইলেভেনের সাথে তুলনা করে। তারা মুক্তিযোদ্ধাদের তৎকালীন প্রেক্ষাপটে দেশদ্রোহী বলতে চায়, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষনকে জোড়পূর্বক দেয়ানো হয়েছিল বলে দাবি করে! , বাংলাদেশের স্বাধীনতা কামীদের তখন ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করা হয়েছিল
তাহলে এখন এই গং দের কাছে প্রশ্ন ওয়ান ইলেভেনে কত জন বেসামরিক মানুষ মারা গিয়েছিল? কত জন মা-বোন তাদের ইজ্জত হারিয়েছিল? কয়টি বদ্ধভূমি তৈরী হয়েছিল? বঙ্গবন্ধুকে কে বা কারা জোড় পূর্বক ভাষন দিতে বাধ্য করেছিল? ওয়ান ইলেভেনের সাথে মুক্তিযুদ্ধের সামঞ্জস্যতা কোথায়?
বাংলাদেশের স্বাধীনতা কামীরা যদি তখন ইসলাম বিরোধীই হয়ে থাকে, আজ জামায়াত-শিবির ইসলামী সংগঠন হয়ে কিসের প্রেক্ষাপটে সেই মুক্তিযোদ্ধাদেরই সম্মামনা দিচ্ছে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের বৃত্তি দিচ্ছে?
এরা আজও দেশের শত্রু তখন যেমনটি ছিল, সময় হলে এরা ঠিকই ছোবল দেবে এটাই এদের কর্মসূচী প্রমান করে। এরা ইসলামের অনুগামী নয় বরং ইসলামকে বিকৃতকারী, লোলুপ চক্র।
৪৫| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:২৮
সাদা কালো এবং ধূসর বলেছেন: দারুন পোস্ট! লিন্কের ক্লিপ গুলো কি আরেকটু বড় হলে ভালো হতো।
৪৬| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:২৯
পুরাতন বলেছেন: সামাইদ্যার বিচার চাই!!
৪৭| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৭
পিংকী বলেছেন: ++++++++++++++
ও ভাইয়ামনি
তুমার খবর কিতা?/
আজ কাল আর দেখি না???
৪৮| ২৯ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৯
স্বপ্ন নীল বলেছেন: পোষ্টে প্লাস এবং প্রিয়তে । আমাদের সবার উচিৎ এরকম লেখাগুলো কালেকশনে রাখা ।
লিঙ্কের সবগুলো পোষ্ট আগে পড়া হয়নি । এখনই পড়া শুরু করতেছি....
৪৯| ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৭
নাজমুল আহমেদ বলেছেন: প্রিয়তে নিয়া গেলাম
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬
শ্রাবনের ফুল বলেছেন:
৫০| ১২ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:২৯
রোহান বলেছেন: আরে এইটা মিসাইসি... ডাইরেক্ট প্রিয়তে...
৫১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:২৫
দুর্ধর্ষ বেদুইন বলেছেন: জামাত সম্পর্কে আরো জানতে-
১. উপমহাদেশের উলামায়ে কেরামের দৃষ্টিতে জামায়াতে ইসলামী।
২. জাময়াতে ইসলামী: রুখতে হবে এই অপশক্তিকে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬
শ্রাবনের ফুল বলেছেন: লিংকের জন্য ধন্যবাদ!
৫২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৩
হোদল রাজা বলেছেন: Thanks boss! Thanks a lot!!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১২
শ্রাবনের ফুল বলেছেন: বস!! আপনাকেও ধন্যবাদ
৫৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
ভিজামন বলেছেন: সামাইদ্যা..
যতটুকু নামবি ততটুকু ভিজবি...
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:১৩
শ্রাবনের ফুল বলেছেন: সামাইদ্যারে নিয়া মাথা ঘামানোর কিছু নাই এরা সব সময় ভিজাই থাকে..
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০২
সায়েমুজজ্জামান বলেছেন: নিজেদের ধুলিস্যাত প্রাপ্তির অপেক্ষায় কি আমরা আছি??