নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জাফনার মা

শ্রাবনসন্ধ্যা

"শ্রাবণসন্ধ্যা" নিকটি কোন কারন ছাড়াই পছন্দ করা, এখন মাঝে মাঝে এটাকে নিজের নামই মনে হয়।

শ্রাবনসন্ধ্যা › বিস্তারিত পোস্টঃ

আকাশ ছোঁয়া একটা ঘর

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:১১

আমার এক বন্ধু ছিল। ছিল বলা ঠিক হবে না হয়তো।

তো সেই বন্ধু একদিন বলল, আকাশের কাছাকাছি একটা বাড়ীতে থাকবে। সেটা অনেক দিন আগের কথা। তার ইচ্ছে ছিল পনের কিংবা বিশ তলার উপরে একটা ফ্লাটে ঘরদোর গুছিয়ে ওখানে সংসার পাতবে। ঘর বানাবে। সেই ইচ্ছেটার কথা আমায় বলল। সেই সময়টায় আমি ফাজলামি মুড এ ছিলাম। ইচ্ছে হল খানিক তাকে খোঁচাই। বললাম, পনের বিশ তলার ওপর ঘর! ধর, কখনো লিফট খারাপ হয়ে গেল, সারতে সময় লাগবে। তখন দিনের পর দিন তোকে সিঁড়ি বেয়ে উঠতে হবে, নামতে হবে।



সে আমায় চোখ রাঙাল। বলল, তুমি কচু জানো। এত বড় বড় ফ্লাট সম্পর্কে তোমার ছাই ধারনা আছে। আর থাকবেই বা কিভাবে। জীবনে থেকেছ বা গেছ ওসব ফ্লাট বাড়ীগুলোতে? ওসব ফ্লাট এ একাধিক লিফট থাকে। থাকে স্ট্যান্ডবাই জেনারেটর। লিফট বিকল হবেই না। একটা নষ্ট হলে অন্যটা চলবে।



আচ্ছা বেশ, আমি বললাম। তার ইচ্ছে, বিশতলার ওপরকার ফ্লাটের খোলা বারান্দায় বসে সে বিকেলের অথবা সন্ধ্যার কিংবা কখনো মধ্যরাতে চা খাবে, পাশে থাকবে প্রিয়জন। আমি আবারো খোঁচাই.......বেশ বেশ। বিশ তলার বারান্দায় হুহু করা বাতাস বইবে। তুমি চা নিয়ে যেই না বসবে, ওমনি তোমার চা জুড়িয়ে ঠান্ডা। আগুন গরম চা না হলে চায়ে কোন মজা থাকে! কাজেই তোমার চা পানের আনন্দটাও মাটি।



সে বলল, ওখানেই তো মজা। হুহু করা বাতাস। সব ভেসে যাচ্ছে। হাতে ধুমায়িত চায়ের কাপ। পাশে প্রিয় মানুষ। তুমিই বল, কি ভীষণ রোমান্টিক একটা চিত্রকল্প!



সে জানে কোথায়, ঠিক কোথায় টোকা দিলে আমি শান্ত হব। ঠিক তাই করলো। সেই তুমুল রোমান্টিক দৃশ্যটি আমার কল্পনায় ভেসে ওঠে। আমি খোঁচানোর আনন্দ ভুলে যাই।



বন্ধুটি বিশতলার ফ্ল্যাট এ ঘরদোর গোছালো কিনা, জানা হয়নি। তবে সেই কল্পদৃশ্যটা আজ আবার মনের আয়নায় ভেসে উঠল। আকাশ ছোঁয়া একটা ঘর। বারান্দা খুলে দিলে হুহু করা বাতাস। চুল, শাড়ীর আঁচল উড়িয়ে দিয়ে যায়। সেই বারান্দায় দুটো চেয়ার পাতা। নিঝুম সন্ধ্যা, অথবা কোন ঘুম না আসা রাতে, চায়ের কাপ হাতে, প্রিয় মানুষের মুখোমুখি। দোলনচাঁপা কিংবা মাধবীলতার মিষ্টি গন্ধ। হয়তো বাজছে কোন প্রিয় গান।



আকাশ ছোঁয়া ঘর! কি সুন্দর একটা দৃশ্য!

মন্তব্য ৯৯ টি রেটিং +২৭/-১

মন্তব্য (৯৯) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:১৬

রাজসোহান বলেছেন: :-B :-B :-B :-B পুত্তুম পিলাচ

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:১৮

শ্রাবনসন্ধ্যা বলেছেন: সোহান!
ফাকিবাজি!
পড়ে না পড়েই পিলাচ!

২| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:২১

ভাঙ্গন বলেছেন:
আমি একবার বারডেমে গিয়েছিলাম এক নিকটাত্মীয়কে দেখতে।
বারডেমের উপরতলা থেকে রমনা,সোহরাওয়ার্দী উদ্যান দেখতে যে কী অদ্ভূত সুন্দর! অসাধারণ দৃশ্য।
.....................
বন্ধুটি বিশতলার ফ্ল্যাটে ঘরদোর গোছালো কি না জানা হয়নি কেন?
বন্ধুটি কি হারিয়ে গেছে, আপু?

..........
হঠাৎ রাস্তায় অফিস অঞ্চলে
হারিয়ে যাওয়া মুখ চমকে দিয়ে বলে
বন্ধু, কী খবর বল....!

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:২৬

শ্রাবনসন্ধ্যা বলেছেন: না, হারিয়ে যায়নি। এ শহরেই আছে।
আসলে তার এখনো আকাশ ঘরে থাকা হয়ে ওঠেনি।

৩| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:২৩

কালপুরুষ বলেছেন: যা কখনোই ছোঁয়া সম্ভব নয় সেটাই মানুষের বেশী করে ছুঁতে ইচ্ছে করে। তাইতো আকাশ মানুষের নাগালের বাইরে।

লেখা ভাল লাগলো।

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:২৮

শ্রাবনসন্ধ্যা বলেছেন: আকাশ ঘরে থাকতে এখন আমারই ইচ্ছা করছে।

৪| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:২৩

রাজসোহান বলেছেন: এখন আপনি কয় তালায় থাকেন?? B:-) এই রকম কিছু কিছু চিন্তাভাবনা আমারও আছে, B-) B-) B-) আহা যদি ঐ সুউচ্চ উপরে যদি থাকার সৌভাগ্য হত :) :)

না পড়েই পুত্তুম পিলাচ কারন চেলিব্রেটাই ব্লগার দের লেখা পিলাচ পাওয়ার যোগ্য, B-) B-) B-) B-) :-B :-B :-B :-B

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩০

শ্রাবনসন্ধ্যা বলেছেন: তিনতলায় থাকি।
তবে এমন এলাকায় থাকি যেখানে ১৫-২০ তলা ঘরবাড়ী তৈরী হবে না।:(
আমারে একজন ভালবেসে মাইনাচও দিয়া যায়, রুটিন করে।:)

৫| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:২৫

কারিমাট বলেছেন: ছোঁয়া







ভাল লাগলো

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩০

শ্রাবনসন্ধ্যা বলেছেন: ভাল লাগলে...........তো ভালই।

৬| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:২৯

তায়েফ আহমাদ বলেছেন: আকাশছোঁয়া ঘর...............। দারুন কন্‌সেপ্ট......

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩২

শ্রাবনসন্ধ্যা বলেছেন: ভাব আর কি!
একটু রঙঢং না দিলে তো কেউ চেয়ে দেখবে না, বুঝলেন না।
তবে সত্যি........মাঝে মাঝে এইরকম আজব ভাব হয়।

৭| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩০

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:

এতোদিন পর বুঝি মনে পড়লো আমাকে! :)

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৪

শ্রাবনসন্ধ্যা বলেছেন: বাহ রে! তোমাকে নতুন করে মনে পড়বে কেন নিনৈ!
........................
কাহিনী কি!

৮| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩০

হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: আমি অত উঁচুতে থাকার চিন্তাও করতে পারি না। ভূমিকম্পের ভয় পাই। কিংবা আগুন লাগা। :(

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৬

শ্রাবনসন্ধ্যা বলেছেন: এত ভয়!
...................
অট:আমি দীর্ঘযাত্রাপথে জমিয়ে ঘুম দেই। একজন বললেন, তিনি ঘুমাতে পারেন না এক্সিডেন্ট হয় পাছে, এই ভয়ে। আমি বললাম। আপনি জেগে থাকলে এক্সিডেন্ট হবে না!

৯| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩২

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: স্বপ্ন সুন্দর বলেই তাকে ঘিরে এত দীর্ঘশ্বাস! :(

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: সেই...............:(

১০| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৭

মনজুরুল হক বলেছেন:

অত উপরেও মশা থেকে মুক্তি নেই!
হাতে চায়ের কাপ থাকলে তাদের তাড়ানোও যায়না! এমন বিটকেলে দশায় পূর্ণীমার চাঁদ মনে হয় সোডিয়াম লাইট!!!

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৫২

শ্রাবনসন্ধ্যা বলেছেন: জ্বী ভাই, বাস্তব দিয়া শুরু করছিলাম.........শেষ করলাম স্বপ্ন দিয়া।
মানুষ এমনই কখনো সে ঘোর বস্তববাদী, কখনো সে ঘোর কল্পনা বিলাসী। আমরা প্রতিনিয়ত নিজের সাথে নিজে কনট্রাডিক্ট করি।

মন্জু ভাই বইমেলায় আপনার বইটা নিয়ে একটা মজার ঘটনা হল.........ভেবেছিলাম আপনার ব্লগে বলে আসবো। সুযোগ যখন পেলাম এখানেই বলি।
ঐতিহ্য তে গেছি অন্য একটা বইয়ের খোঁজে। একটা বইয়ের নামে চোখ আটকে গেল, "এ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস"..........হাতে নিয়ে দেখি........রে বাবা এ তো মন্জুরুল ভাইয়ের লেখা। এত দিন ধরে ব্লগে আপনি এই সিরিজটা লিখছেন.........আমি একবারও পড়িনি!!!!!!!!!!!!!!!এতে আমারই লস হল। পড়া থাকলে কমেন্ট থাকতো। কমেন্ট থাকলে আপনার কথায় আপনি আমার ব্লগীয় নামটা বলতেন! যাহ, কি মিস টাই হল!

শেষমেষ বইটা তো পেলাম!
ভাল থাকবেন।

১১| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৩৯

শয়তান বলেছেন: এরম স্বপ্ন দেখা ভাল । তবে ভুমিকম্পের কথাটাও খেয়াল রাখতে হবে । ব্যক্তিগতভাবে আমি অবশ্য মাটির কাছাকাছি থাকতে পছন্দ করি । এবং আমার চারপাশে থাকতে হবে অসংখ্য গাছ ।

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৩

শ্রাবনসন্ধ্যা বলেছেন: সেটাও কথা।
মাটি, গাছ সে তো ভাল কথা।
আর নদী? পাহাড়? কিংবা সাগর!
কোনটা রেখে কোনটার কথা বলি!

১২| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৪০

তাশমিয়া বলেছেন: এত সুন্দর করে বললেন !
সাথে আমার বিদঘুটে ঘরটার দিকে তাকিয়ে মনটাই খারাপ হয়ে গেল। :(

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৪

শ্রাবনসন্ধ্যা বলেছেন: :)
আমার ঘরটাও বিদঘুটে............এত স্বপ্ন মাখা নয়।

১৩| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৪১

ফারহান দাউদ বলেছেন: আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখিনি কখনো। তারচেয়ে মাটির কাছের একটা ঘরের বারান্দায় সামনে দিগন্তবিস্তৃত ঘাসের মাঠ, মানুষের কত ইচ্ছাই যে পূরণ হয় না!

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৫

শ্রাবনসন্ধ্যা বলেছেন: দিগন্ত বিস্তৃত ঘাসের মাঠ। সেই মাঠ জুড়ে ফুটে আছে সাদা সাদা ঘাসের ফুল!
মানুষের ইচ্ছাই পূরণ হয়!

১৪| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৪২

এরশাদ বাদশা বলেছেন: অনেক উঁচু স্বপ্ন...স্বভাবতই পূরন হবার নয়। কিন্তু যারা সাদামাটা স্বপ্ন দেখে তার স্বপ্নগুলোই কেন রক্তাক্ত হয় বারবার??? বলতে পারেন??

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৫

শ্রাবনসন্ধ্যা বলেছেন: কারণ স্বপ্ন দেখার সময় মনের জোরটা প্রবল ছিল না।

১৫| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৩

শয়তান বলেছেন: আর একটা কথা । উইকিম্যাপিয়ায় আমাদের বাড়িটাকে কে যেন দেখেছি জঙ্গলা বাড়ি হিসাবে ট্যাগ করে রেখেছে ।

সত্যি ঘটনা হাসির কিছু নেই :)

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: বলেন কি! আগে হয়তো জঙ্গলা ছিল।
ভাগ্যিস তারা জানে না, ওখানে একজন বিশিষ্ট ভালো শয়তান থাকেন।

১৬| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৩

হানিফ রাশেদীন বলেছেন: হা হা হা... সেই তুমুল রোমান্টিক দৃশ্যট কী? তা তো বললেন না।

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৮

শ্রাবনসন্ধ্যা বলেছেন: কেন! এই দৃশ্যটা আপনার কাছে যথেষ্ট রোমান্টিক মনে হল না! :(

১৭| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৪

পারভেজ বলেছেন: মাটির কাছাকাছি বসে আকাশ ছোঁয়াটা আরো বেশী ভালো :)

১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৫৯

শ্রাবনসন্ধ্যা বলেছেন: তাহলে খোলা আকাশের নীচে যেতে হবে।
সেটাও মন্দ না।
কেমন আছেন!

১৮| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৮

নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: :(

১১ ই মার্চ, ২০১০ রাত ১:০০

শ্রাবনসন্ধ্যা বলেছেন: একি !
আবার কি হল!

১৯| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৪৯

রাজসোহান বলেছেন: আমি ছয় তলায় থাকি বিশাল আকাশ আর হু হু হু বাতাস আসে আমার দখিন জানালা দিয়া :-B :-B :-B :-B :-B

১১ ই মার্চ, ২০১০ রাত ১:০১

শ্রাবনসন্ধ্যা বলেছেন: এপ্রিল মাসে ছয়তলার ছাদ থেকে তোমার ঘরে গরম বাতাস প্রবাহিত হবে। তখন বুঝবা !

২০| ১১ ই মার্চ, ২০১০ রাত ১২:৫২

শিরীষ বলেছেন: যাক, রোমান্টিক কাউকে পেলাম! নৈরাশ্যবাদের জয়জয়াকারে রোমান্টিসিজমের ত্রাহি দশা আজকাল :( । আপনাকে শুভকামনা জানিয়ে গেলাম।

১১ ই মার্চ, ২০১০ রাত ১:০২

শ্রাবনসন্ধ্যা বলেছেন: ধন্যবাদ কবি!
হুম। নৈরাশ্য আমার একবিন্দু পছন্দ না।
আমি বড়ই আশাবাদী মানুষ।

২১| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:১৪

জয় সরকার বলেছেন: আমার এ ব্যাপারে ফোবিয়া আছে.........একবার চৌদ্দ তলার ছাদে উঠে আমার মনে হইছিল এই বুঝি পইড়া গেলাম!!

তবে প্রিয়জন পাশে থাকলে মনে হয় নীচতলার ভ্যাঁপসা গরমের মধ্যেও অমরাবতী বিরাজ করতে পারে।যদিও সেই সৌভাগ্য হয়নি।থিওরেটিক্যালি বললাম আর কী!!

বাস্তবতা এবং আবেগ মিশিয়ে অসাধারণ লেখায় প্লাস.........

১১ ই মার্চ, ২০১০ রাত ১:১৯

শ্রাবনসন্ধ্যা বলেছেন: প্রিয়জন কাছে থাকলে সবকিছুই হয়ে ওঠে স্বর্গ...........এর উপরে তো আসলে কোন কথা নাই!

২২| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:১৪

মনজুরুল হক বলেছেন:

আপনার ব্লগীয় নামটা যে বলতামই সেটা ধরে নেয়া কি ঠিক? এই যেমন ধরেন শয়তানের কমেন্ট আছে, কিন্তু নাম নেই!! হা হা হা!!

যা হোক, আশা করি ভাল আছেন। আমার মিরপুরের এক বন্ধুর কাছে আপনার খবর পাই মাঝে মাঝে। আমি নিজেই ব্লগে অনিয়মিত হয়ে গেছি ভাই!

এবার মেলায় প্রায়শঃই আপনার কথা মনে পড়েছে। গতবারের সেই স্মৃতিগুলো আসলেই মধুর ছিল।

১১ ই মার্চ, ২০১০ রাত ১:২৪

শ্রাবনসন্ধ্যা বলেছেন: সেটা অবশ্য ঠিক! অতটা আশা করা ঠিক না।
তবে আমার কিছু কিছু ব্যপারে উইল পাওয়ার খুব ভাল কাজ করে.............যেমন আমি যা চাই তা পাই। পাই মানে অর্জন করতে পারি।

জ্বী ভাল আছি। আমার খবর পান শুনে ভাল লাগল। ভুলে যাননি বোঝা গেল। মেলায় আমার কথা মনে পড়েছে, সেটাও বা কম কিসে! এ থেকে আমি আবার ধরে নিতে পারি আমার নামটা থাকতো। :) :)

২৩| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:১৭

দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: অনেকটা এরকম?

১১ ই মার্চ, ২০১০ রাত ১:২৫

শ্রাবনসন্ধ্যা বলেছেন: আহা!
এমন দিনে তারে বলা যায়..............
জীবনটা যদি এমনই হোত!

২৪| ১১ ই মার্চ, ২০১০ রাত ১:৩৮

বাবুনি সুপ্তি বলেছেন: আমারও অনেক উপরে এমন বসে আকাশ দেখার ইচ্ছে। :)

১১ ই মার্চ, ২০১০ সকাল ৮:৪৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: তাই নাকি সুপ্তি মনি!
তাহলে তো খুব ভাল কথা।

২৫| ১১ ই মার্চ, ২০১০ সকাল ৯:২৬

জেরী বলেছেন: :):)

১১ ই মার্চ, ২০১০ রাত ১১:০৩

শ্রাবনসন্ধ্যা বলেছেন: :) :)

২৬| ১১ ই মার্চ, ২০১০ দুপুর ১২:১৯

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আহা! কি স্বপন দেখাইলেন ...
এখন আমি অত উচা ঘর কই পাই ...?

তয় বাতাসে আচঁল উড়ায়া নেয়াডা কিন্তুক ভালা কথা না ...;)(জাষ্ট কিডিং ...)

আচঁল উড়ানো দেখতে আমারো ভালো লাগে ... :D B-))

১১ ই মার্চ, ২০১০ রাত ১১:১১

শ্রাবনসন্ধ্যা বলেছেন: লেখক বলেছেন: তুমার আমগাছের মগডালে একখানা ছোট্ট ঘর বানাও, ট্রি হাউজ।
আঁচলে সেফটিপিন আটকানো থাকে, উড়ায়ে আস্ত মানুষটাকে ফেলতে পারবে না;
তুমার তো দেইখাই দিন গেল.................

২৭| ১১ ই মার্চ, ২০১০ বিকাল ৩:১৫

~স্বপ্নজয়~ বলেছেন: :#) :#) :#) :#)

১১ ই মার্চ, ২০১০ রাত ১১:১২

শ্রাবনসন্ধ্যা বলেছেন: পেপসোডেন্ট ফ্যমিলি!

২৮| ১১ ই মার্চ, ২০১০ বিকাল ৩:৫৩

কাব্য বলেছেন: আমি ১১ তলায় থাকি।আশেপাশে গাছ-গাছালি,পাখ-পাখালি ;) কিছু নাইক্কা।অবশ্য থাকলেও কাইব্যের লোবোটিক মনকে লড়াচড়া দিবার ফারতো নাহ।তয় বাসার সামনের ২ কি:মি: রাস্তার জ্যাম দেখি।খুবই মজা লাগে B-)

১১ ই মার্চ, ২০১০ রাত ১১:০৫

শ্রাবনসন্ধ্যা বলেছেন: হুম কাব্যর লোবোটিক মন!
কেউ ভেংচি কাটলে রোবট কেমনে বোঝে!

২৯| ১১ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৩৬

ইমন জুবায়ের বলেছেন: শিরীষ বলেছেন: যাক, রোমান্টিক কাউকে পেলাম!

১১ ই মার্চ, ২০১০ রাত ১১:০৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: কবি তো জানে না, রোমান্টিক নতুন না, অনেক আগে থেকেই রুমান্টিক

৩০| ১১ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:৪৩

শিরীষ বলেছেন: ইমন ভাই, জীবনে প্রাণ আসুক।

১১ ই মার্চ, ২০১০ রাত ১১:০৮

শ্রাবনসন্ধ্যা বলেছেন: ইমন ভাই হলেন নৈরাশ্যবাদী, যদিও চারপাশের সবাইকে আশার জোয়ারে ভাসান।

৩১| ১১ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৫

চতুষ্কোণ বলেছেন: ইমন জুবায়ের বলেছেন: শিরীষ বলেছেন: যাক, রোমান্টিক কাউকে পেলাম! :)

১১ ই মার্চ, ২০১০ রাত ১১:১০

শ্রাবনসন্ধ্যা বলেছেন: লেখক বলেছেন: কবি তো জানে না, রোমান্টিক নতুন না, অনেক আগে থেকেই রুমান্টিক :)

৩২| ১১ ই মার্চ, ২০১০ রাত ১১:৪২

প্রতীক্ষা বলেছেন: আকাশ ছোয়া একটা ঘর আমিও কবে থেকে যে খুঁজছি!
সারাক্ষণই মাথায় এ চিন্তা খেলা করে, ভাবছি লিখে ফেলব! :)

১১ ই মার্চ, ২০১০ রাত ১১:৪৫

শ্রাবনসন্ধ্যা বলেছেন: তাই না!
আসলেই........... শখ সবই পুরো করা উচিৎ। আমার এরকমই মনে হয়।
লিখে ফেলুন তাড়াতাড়ি!

৩৩| ১১ ই মার্চ, ২০১০ রাত ১১:৫৬

মেহেরুবা বলেছেন: বাস্তবে বসবাস করলেও আমরা স্বপ্ন দেখি প্রতিনিয়ত!
লিখাটা খুব ভাল লাগলো আপু।



আমি আপনাকে স্বপ্নে দেখেছি

১২ ই মার্চ, ২০১০ রাত ১২:০৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: পোস্টটা আমি পড়েছি। তখন কেন যেন লগইন হতে পারছিলাম না। খুব মজার হয়েছে।

স্বপ্ন তো দেখতেই হবে।
লেখাটা ভাল লাগল জেনে আমারো ভাল লাগল।
বাবুটা কেমন আছে?

৩৪| ১২ ই মার্চ, ২০১০ সকাল ৯:৫৬

সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: যাতে আর বেশীদিন খালি দেখতে না হয় সেই ব্যবস্থা করলেই হয় ...

১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৩৮

শ্রাবনসন্ধ্যা বলেছেন: কিছু কইলাম না।

৩৫| ১২ ই মার্চ, ২০১০ দুপুর ১:১২

সকাল রয় বলেছেন:


শ্রাবণ
প্রথমত থাকি আমি কুড়েঘরে তাই করি শিল্পের বড়াই
এর একটা কারণ আছে সেটা হলো আকাশ ছোয়া ঘরে আমার থাকার মতো
টাকার আভাব আছে। তাই পানি রোধ খেয়ে বলি ইহা নিজ হাতের সৃষ্টি

বিশতলা বললে উরি বাবা ইহা মোর কম্ম নহে !!!

তুমি যে বিশতলায় থাকে আগে জানিতাম না
একন জানিলাম
ধইন্য রইলো

১৩ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪২

শ্রাবনসন্ধ্যা বলেছেন: প্রথমত সকাল, আমি বিশতলার ওপরে থাকি না :(
তবে থাকতে মন চাইছে। :#)

দ্বিতীয়ত, আমার কুড়েঘর ও নাই :( :(( , তোমার যেটা আছে........আমার এজন্য বড়াই করার মতনও কিছু নাই :(( । আমি পরের বাড়ীতে পরগাছার মতন থাকি :((

ভুল জানিলা........দুঃখিত।

৩৬| ১২ ই মার্চ, ২০১০ দুপুর ১:৩৮

অরুদ্ধ সকাল বলেছেন:


আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম

১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৩

শ্রাবনসন্ধ্যা বলেছেন: বৃষ্টি টা পেলে ভাল হোত কবি,
বড় ধুলো.........
তারপরও কৃতজ্ঞতা।

৩৭| ১২ ই মার্চ, ২০১০ বিকাল ৫:৫০

বোহেমিয়ান কথকতা বলেছেন: হুমম!! স্বপ্ন দেখা ভালু!!!

আমি তো দেখি দ্বীপের মধ্যে বাড়ি...

১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৪

শ্রাবনসন্ধ্যা বলেছেন: বড়ই সুন্দর স্বপ্ন!
আমি সাঁতার পারি না। এজন্য দ্বীপের মাঝে বাড়ী হলে সম্ভাব্য সমস্যা কি হবে ভাবছি।

৩৮| ১২ ই মার্চ, ২০১০ রাত ৯:৪৬

সমুদ্র কন্যা বলেছেন: ও বাবা, অত উপরে থাকতে পারবো না। কারণ আমি প্রায়ই স্বপ্ন দেখি উপরে উঠে আটকে গেছি। নামার রাস্তা খুঁজে পাচ্ছি না। কি যে আতংক হয় তখন!

মাটির কাছাকাছি থেকেই আমি রোমান্টিক হতে চাই;)

১৩ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪৫

শ্রাবনসন্ধ্যা বলেছেন: নামার রাস্তা না পেলে মেঘের উপর থাকবেন।

আকাশের মেঘগুলোকে প্লেনের ভেতর থেকে নীচে তাকিয়ে দেখে একবার মনে হচ্ছিল ওগুলোর ওপর দিয়ে হাঁটতে পারলে কেমন হত!
এক একটা মেঘপুন্জ থেকে লাফিয়ে লাফিয়ে অন্য একটায়।:#)

৩৯| ১২ ই মার্চ, ২০১০ রাত ১১:১২

বড় বিলাই বলেছেন: ভূমিকম্প হইলে খবর আছে।

১৩ ই মার্চ, ২০১০ সকাল ১০:৪৬

শ্রাবনসন্ধ্যা বলেছেন: ভয় দেখিও না তো!

৪০| ১৪ ই মার্চ, ২০১০ সকাল ১১:২৪

দূর্ভাষী বলেছেন: এমন একটি স্বপ্ন আমার ও আছে, তবে আপাতত ছয় তলায় বসে বিশ তলার স্বপ্ন পূরন করছি।

১৪ ই মার্চ, ২০১০ সকাল ১১:৫২

শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমার আবার স্বপ্ন অনেক গুলো। ওখান থেকে লিস্ট করতে হবে..........স্বপ্ন ১, স্বপ্ন ২.....এইরকম।

৪১| ১৪ ই মার্চ, ২০১০ দুপুর ২:২৭

আবু সালেহ বলেছেন:
আকাশছোঁয়া ঘরে আকাশছোঁয়া ভালোবাসা.....পিলাচ...

১৭ ই মার্চ, ২০১০ রাত ৮:১২

শ্রাবনসন্ধ্যা বলেছেন: অনেক ধন্যবাদ পিলাচ এর জন্য। :)

৪২| ২০ শে মার্চ, ২০১০ রাত ২:০৪

...অসমাপ্ত বলেছেন: আকাশ ছোয়া ঘর ভাল্লাগে না। প্রবল উচ্চতা ভীতি আছে।

তবে অনেক দিনের প্লান বুড়োকালটা কোন একটা একটা ট্রী-হাউজের উপরে কাটানো। যেখানে বসে শৈশবের পাতাগুলো আবার উল্টে-পাল্টে দেখা যাবে।

২০ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৩১

শ্রাবনসন্ধ্যা বলেছেন: অনেকদিন পর দেখলাম!
বুড়ো বয়সে করবার জন্য আসলেই অনেক পরিকল্পনা জমে যাচ্ছে, সুযোগটা পেলে হয়।

৪৩| ২০ শে মার্চ, ২০১০ দুপুর ১২:৪৪

~স্বপ্নজয়~ বলেছেন: লেখিকা বলেছেন: বুড়ো বয়সে করবার জন্য আসলেই অনেক পরিকল্পনা জমে যাচ্ছে, সুযোগটা পেলে হয়।

============

মনে হয় উনি এখনও ... ;););)

২০ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৩

শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমার মতন বয়স তোর হোক তখন তুইও বলবি বুড়ো হলে আমিও.................. :-B

৪৪| ২০ শে মার্চ, ২০১০ দুপুর ১:০১

kisuna বলেছেন: আমি থাকি ১১ তলায়। আশে পাশের বিরাট বাড়ীগুলোর সৌজন্যে আকাশ দেখা হয়না।

২০ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:১৪

শ্রাবনসন্ধ্যা বলেছেন: আহারে............ :(

৪৫| ২০ শে মার্চ, ২০১০ রাত ৮:০৪

ভাঙ্গন বলেছেন:
:((

৪৬| ২৭ শে মার্চ, ২০১০ রাত ১২:১৩

ভোরের তারা বলেছেন: এমন স্বপ্ন আমিও দেখতাম। আরেকটা ইচ্ছে ছিল শুয়ে শুয়ে তারা দেখব। তবে স্বপ্নের কাছাকাছি যাবার পর ওসব আর কিছুই করা হয়ে উঠে না। আমি নয় তলায় থাকি,বাসায় ফিরেই ঘুম দেই। গত তিন বছরে ২/৩ বার বারান্দায় বসে চা কফি খাওয়া হয়েছে কিনা সন্দেহ আছে(আমি আবার চা খাই না)।

আপনার স্বপ্ন পূরন হোক। ভাল থাকবেন।

৩০ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:১৭

শ্রাবনসন্ধ্যা বলেছেন: হাহাহাহা
আসলেই বেকার থাকলেই স্বপ্নেরা ভিড় জমায়।
তবে আপনার একটা শখ আমার পূরণ হয়েছে অনেকবার। আমাদের ভার্সিটির হলের ছাদে শুয়ে শুয়ে অন্ধকার রাতে আকাশ ভরা তারা দেখেছি! অসাধারণ সে সময়!

আপনিও ভাল থাকবেন।

৪৭| ২৭ শে মার্চ, ২০১০ রাত ৯:৩৯

সুরঞ্জনা বলেছেন: ২০ তলার বারান্দায় হুহু বাতাসে চা ঠান্ডা হওয়ার আগেই তো কাপ উলটে পড়ে যাবে।

:)

৩০ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:২০

শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমি তো কাপে চা খাইনা। ইয়া বড় একটা মগ না হলে আমার আবার চলেই না। ;)

৪৮| ২৪ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৭:০৭

ফয়সল নোই বলেছেন: তবে সেই কল্পদৃশ্যটা আজ আবার মনের আয়নায় ভেসে উঠল। আকাশ ছোঁয়া একটা ঘর। বারান্দা খুলে দিলে হুহু করা বাতাস। চুল, শাড়ীর আঁচল উড়িয়ে দিয়ে যায়। সেই বারান্দায় দুটো চেয়ার পাতা। নিঝুম সন্ধ্যা, অথবা কোন ঘুম না আসা রাতে, চায়ের কাপ হাতে, প্রিয় মানুষের মুখোমুখি। ... সুন্দর ব্যপার। কিন্তু ওই সময় দোলনচাঁপা কিংবা মাধবীলতার মিষ্টি গন্ধ এগুলো কি বারান্দার টবে লাগানো থাকবে না সুঘ্রান নিচের বাগান থেকে হুহু বাতাস উড়িয়ে আনবে? এই পরিকল্পনা স্পষ্ট নয়।

লেখাটি পড়ে অনেক ভাল লাগলো।সুন্দর লেখাটির জন্য অনেক ধন্যবাদ।ভাল থাকবেন।

+

২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৫

শ্রাবনসন্ধ্যা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আপনিও ভাল থাকবেন।
দোলনচাঁপা থাকবে বারান্দার টবে। আর মাধবীলতা বারান্দার এককোনে লতিয়ে লতিয়ে উপরের দিকে উঠে যাবে।

৪৯| ২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১০

মেহবুবা বলেছেন: বেশ লিখে দিলে ।

ভাল লাগল । তোমার লেখা এত কম কেন ?
জাফনা কেমন আছে ?

২৪ শে এপ্রিল, ২০১০ রাত ৯:১৬

শ্রাবনসন্ধ্যা বলেছেন: আপু অন্য কাজে ব্যস্ত আছি।
তোমরা ভাল থেকো।

৫০| ২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩৩

প্রতীক্ষা বলেছেন: ইশ! আকাশ ছোঁয়া ঘরের কথা এখনও লিখা হল না! :(

২৬ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:০২

শ্রাবনসন্ধ্যা বলেছেন: লেখ তাড়াতাড়ি!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.