নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেখানেই সিমান্ত আমার...

ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর

শেখ রহিম

প্রকৃত প্রণয়ীদের জর্জরিত হতে হয় বিচিত্র সব কাঁটার আঘাতে, প্রণয়ীর দীর্ঘশ্বাস যেন জ্বলন্ত চুল্লির হাহা স্বর! পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই। তবে নিজেকে সংবাদকর্মী মনে করি। সংবাদের পিছু ছুটে থাকি সময়ে-অসময়ে। ঘুরতে ভাল লাগে। ভাললাগে বন্ধুত্ব করতে। [email protected]

শেখ রহিম › বিস্তারিত পোস্টঃ

সেই ‌নূরা পাগলা'

২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৩৩

এই নূরা পাগলা, সেই নূরা পাগলা। কে এই নূরা পাগলা কেউ কি চেনেন? পরিচয়টা দেওয়ার আগে তার অসুস্থতার খবরটা জানিয়ে দেওয়া উচিত বলে আমি মনে করি। বর্তমানে তিনি শাহাবউদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন। তার সুস্থতা কামনার জন্য সকলের দোয়া একান্ত কাম্য। যাই হোক নূরা পাগলা বিষয়ে আসা যাক-আধ্যাত্নিক পাগল খ্যাত এই নূরা পাগলা। নুরা পাগলার ছেলে মেয়ে ১৩ জন। সবাই উচ্চশিক্ষিত। নূরা পাগলা কথা বলেন উচ্চস্বরে। চুলে জট নেই। বরং তেল আছে। অবিন্যস্ত নয় বেনী করা। মাঝে মাঝে খোলা। দড়ি দীর্ঘ। শরীর মজবুত, ময়লা কালিবিহীন। কথা বলেন কখনো সংলগ্ন আবার কখনো আসংলগ্ন। মাঝে মাঝে রহস্যই মনে হয়। পরনে নেংটি। হাসপাতালের বিছানায়ও প্রিয় দুটি গামছা তার সাথে আছে।

কথিত আছে নূরা পাগলা যা বলেন তা-ই অবাক ও বিস্ময়ের মত সত্যি হয়ে যেত। তিনি সকলের উদ্দ্যেশে সবাইকে দেশ নিয়ে চিন্তা করতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন,‌ আমি সুস্থ হইলে আরো ভালো হইবো। তয় পাগলগো ঠিকমত খাবার নিতে বলিস। আমি নাই তাতে কি হইছে। ‌ ঐ একজন আছে না। খুব শিঘ্রই দেশ ঠিক হইয়া যাইবো। এই সরকারকে দোয়া করিস। আমার মৃতু্র পর কবর হইবো ঐ ঘরের মধ্যে। আর মৃতু্র আগে আমি বুঝবো, কখন আমার মৃতু হইবো।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৪

ভাস্কর চৌধুরী বলেছেন: সামেহায়ারইন ব্লগের প্রথম পাতায় দেখেত না পারায় দুঃখ প্রকাশ করিছ শেখ রহিমের প্রতি।

২| ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৪৬

শেখ রহিম বলেছেন: ভাস্কর দা ,
গতকাল থেকে আমার কোন লেখাই প্রথম পাতায় আসছে না। আমিও দুঃখিত।

৩| ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫০

ভাস্কর চৌধুরী বলেছেন:
শাহাবউদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সিসিইউতে চিকিৎসারত নূরা পাগলার সুস্থতা কামনা করছি।
১৩টি সন্তানকে ঠিকভাবে উচ্চশিক্ষিত করার জন্য ধন্যবাদ জানাই ` নূরা পাগলার' প্রতি।

৪| ২০ শে জানুয়ারি, ২০০৮ রাত ৮:৫৪

শেখ রহিম বলেছেন: পাগল হলেও মানুষের বিবেক কিন্তু জাগ্রত থাকে। এর বদৌলতে ১৩ টি সন্তান না ৩৩টি সন্তানই মানুষ করা যাবে।

এটি পাগলের জগৎবিখ্যাত দৃষ্টান্ত হতে পারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.