নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সেখানেই সিমান্ত আমার...

ছোট্ট দেশ, ছোট্ট শহর, ছোট্ট আমার কুড়েঘর

শেখ রহিম

প্রকৃত প্রণয়ীদের জর্জরিত হতে হয় বিচিত্র সব কাঁটার আঘাতে, প্রণয়ীর দীর্ঘশ্বাস যেন জ্বলন্ত চুল্লির হাহা স্বর! পরিচয় দেওয়ার মতো তেমন কিছু নেই। তবে নিজেকে সংবাদকর্মী মনে করি। সংবাদের পিছু ছুটে থাকি সময়ে-অসময়ে। ঘুরতে ভাল লাগে। ভাললাগে বন্ধুত্ব করতে। [email protected]

শেখ রহিম › বিস্তারিত পোস্টঃ

এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ব্লগে ব্লগে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

রাজীবের খুনের ঘটনায় ষড়যন্ত্র তত্ত্বও বেশ প্রচার পেয়েছে। একে প্রজন্ম চত্বরের আন্দোলন থেকে মিডিয়ার চোখ সরানোর একটা কৌশল বলছেন কেউ কেউ। সেটা যে হবে না, তা সহজেই বোধগম্য। বরং এতে বেগবান হবে এ আন্দোলন। খুনিদের গ্রেফতারের দাবিতে মানুষ রাস্তায় নেমে আসায় সেটি এরই মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে। রাজীব হয়ে উঠেছেন শাহবাগে অবস্থান নেয়া তরুণদের প্রেরণা। ব্লগেও তো এরই মধ্যে লেখালেখি শুরু হয়েছে— ‘এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ব্লগে ব্লগে’।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: লক্ষ রাজিব ব্লগে অনলাইনে অফ্লাইনে সমস্ত বাংলায়

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

রওনকআলিম বলেছেন: Good news, for the sake of current movement, Samu has Blocked me. Ha Ha Ha!!!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৯

মো: হোসাইন ফারুকী বলেছেন: তবে লক্ষ রাজিব জন্ম নিক কোন আপত্তি নেই যাতে করে সবাই আস্তিক হয়। নাস্তিকদের জন্য দুনিয়াতে সাময়িক আরাম, কিন্তু কবরে এবঙ হাশরে মজাটা পাবে। তাই সাবধান, আখেরাতের চেয়ে দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.