নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

NOTHING IS PERMANENT EXCEPT CHANGE

পৃথিবীর অলসতম মানুষদের মাঝে আমার স্থান উপরের দিকে ।আমি একাকী থাকতেই বেশী সাচ্ছন্দবোধ করি,আমি একটা আন ইসমার্ট আর নিরামিষ টাইপ ছেলে ।আমার কোনো বিলাসীতা নাই তবে ইচ্ছা আছে বড় কিছু একটা হওয়ার..!বন্ধুদের টাকায় খাবার খেতে আমার খুব ভালো লাগে,কিন্তু নিজের

শাহামার রহমান

নিজের সম্পর্কে জানার চেষ্টায় আছি...

শাহামার রহমান › বিস্তারিত পোস্টঃ

আমার প্রথম ব্লগ ...

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৪

সামু পড়া শুরু করি ২০১০ এ।
বন্ধুর কাছে শুনেছিলাম এড্রেস নেইম টা ।
ইচ্ছা ছিলো কোনোদিন হয়তো আমিও লিখবো,
আজ লিখলাম, নতুন পিসি কিনলাম তো তাই,
আশা করি এখন থেকে রোজ রাত ১২ টার পর লেখালিখি শুরু করবো,
সি.এস.ই নিয়ে পড়াশুনা করছি তাই ব্লগ হবে টেকি নিয়ে;););)
আর কি লিখবো :-*
থাক প্রথম পোস্টে একটু কমকম ই লিখি;););)

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:১৮

অণুজীব বলেছেন: শুভ কামনা।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২০

স্পাইক্র্যাফট বলেছেন: কজটা ঠিক করেন নাই… শিরোনাম আর লেখার প্রারম্ভ দেখে ভেবেছিলাম হয়তো বিশাল কোন লেখা হবে, কিন্তু হতাশ করলেন!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:০২

আবুল হায়াত রকি বলেছেন: শুভ হোক আপনার যাএা ।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:৫০

আগুন ডানা বলেছেন: আপনি খুবই ভাগ্যবান। আপনার প্রথম পোস্ট প্রথম দিনেই প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। আমার দীর্ঘ তিন বছরের বেশী সময় লেগেছে সেফ (নিরাপদ) ব্লগার হতে। যাক শুভেচ্ছা রইল আপনার জন্য :)

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৪

সুমন কর বলেছেন: শুভ ব্লগিং ........

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
হ্যাপি ব্লগিং।

আন্দময় হোক আপনার ব্লগিং পথচলা।

এত রাত জাগা ভাল না বিষয়টা খেয়াল রাখবেন। শরীরের প্রতি খেয়াল রাখবেন। সময় পেলে দিনেই লিখুন।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

কলমের কালি শেষ বলেছেন: স্বাগতম । :)

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:০৮

প্রবাসী পাঠক বলেছেন: সামহোয়্যার ইন ব্লগে স্বাগতম।

৯| ১১ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: স্বাগতম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.