![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিজের সম্পর্কে জানার চেষ্টায় আছি...
প্রতিদিনের মতো আজ সন্ধায় বাজারের বট তলায় বসে আমি আর নাঈম চা খাচ্ছিলাম , চায়ের কাপটা হাতে থাকলে আমরা একটু সচেতন নাগরিকের মতো দেশের আলোচিতো বিভিন্ন টপিকস নিয়ে কথা বলি,
তো তেমনি একটা বিষয়ে কথা বলার সময় নাঈম বললো, দোস্ত আজকে তো একটা ঘটনা ঘটছে !
-কি ঘটছে ?
আর দোস্ত, সকালে আমি রনি ভাইয়ের দোকানে ডিম কিনতে গেছি, আসার সময় দেখি রাব্বীদের বাসার ওই চিপা গলির ভেতর হাইস্কুলের একটা ছেলে আর মেয়ে কিসিং মিসিং করতেছে , একদম বাজে অবস্থা । ওদের দেখে মনে হইলো বড়জোর এইট নাইনে পরে ।
-কস কি ? তো তুই কিছু করস নাই ?
হুম, আমি ধমক দিছি, সাথেসাথে দুইটা দৌড় দিয়া পালাইছে , এখন যদি এলাকার মুরব্বীরা জিনিশটা দেখতো তাইলে কি অবস্থা হইতো !
এই হচ্ছে ঘটনা । তখন ব্যাপারটা একদম নরমাল লাগছে , এইটা কোনো ঘটনা হইলো নাকি, এমন ঘটনাতো এখন রোজই ঘটে ,
হ্যা এখন ঘটে , কিন্তু কেনো ঘটে ...?
খুব বেশি দিন না , ২০০৮ সাল । তখন ক্লাস এইটে পরি , প্রেম কি জিনিশ সেইটাই বুঝতাম না । মেয়েদের প্রতি অজানা একটা আকর্ষন কাজ করতো ।
বান্ধবী একটা ছিলো , একসাথে প্রাইভেট পরতাম । দেখা হতো , কথা হতো , অন্যরকম লাগতো । ভাবতাম এটাই বুঝি প্রেম ।
নাইনে উঠার পর বুঝলাম , না এটাতো প্রেম না , প্রেম বলতে বুঝায় কোনো মেয়ের সাথে সারাদিন টেক্সট করা , তার জন্য স্কুলের গেইটে অপেক্ষা করা , তাকে ঝালমুড়ি খাওয়ানো , এবং ক্লাস শেষে তাকে বাসা পর্যন্ত আগিয়ে দেয়া ।
নাহ , ওসব আমাকে দিয়ে হবে না । স্কিপ করলাম ।
কলেজে উঠার পর বুঝলাম , আরে ... ওটাএও তো প্রেম না , প্রেম কি আর ঝালমুড়ি খাইয়ে হয় নাকি , প্রেম করার জন্য পকেটে পাত্তি লাগে ।
মোবাইলে ব্যালেন্স লাগে আর ওই ল্যামেলীর একটা সিট অলয়েজ বুকিং রাখতে হয় । সময় গেলো ...
এখন তো প্রেমের ডেফিনেশন চেঞ্জ,
বন্ধুদের কেও প্রেম করলে জিগ্যেস করতে হয় , দোস্ত ... কি কি করলি,
এখনও জাস্ট এই পর্যন্ত ... আরে ধুর ... সমস্যা নাই, লাইগা থাক , হয়া যাইবো ।
২০১৫, এখন প্রেমের ডেফিনেশন টাই এমন,
ক্লাস এইট থেকেই শুরু হয় , হয়তবা আরো আগে থেকেই ।
গার্লফ্রেন্ড , বয়ফ্রেন্ড থাকাটা এখন বাধ্যতামূলক ।
আর এর ভবিষ্যত কি ?
পরকীয়া নয়তো তালাক ।
ঘটনা গুলো কে আমরা এরিয়ে যাচ্ছি । কারন আমাদেরে মানুষিকতাই এখন এইরকম ।
©somewhere in net ltd.