![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ফেবুর তিথি আপু সেদিন একটা স্ট্যাটাস দিছিল
"ছেলে মানুশ কুত্তার লেজের মত।হাজার চেস্টা করলেও সোজা করা যায়. না। মেয়েদের পিছ পিছ ঘুরে অপমান করলেও ঠিক হয় না "
আমি সেই স্ট্যাটাস এ লাইক দিছলাম বলে সে মেসেজ দিয়া জিগাইছিল
-তুমি কি স্ট্যাটাস টা পড়ে লাইক মারছ?
-হুম
-সত্যকে সাপোর্ট করার জন্য থ্যানক্স
-
যদিও আমি নিজে ব্যপক মিথ্যা বলি তাও যারা সত্য ব লে তাদের পাশে এসে দাড়াতে চেস্টা করি।
তো সেই আপুকেই দেখা গেল যখন আমি গতকালের স্ট্যাটাস দিয়ে ধর্ষন জিনিসটা কে নিছক দুর্ঘটনা বল্লাম সে রুখে দাড়াল।
বলল দুর্ঘটনা না এটা।আর আমি সবাইকে সাবধান হতে বলছিলাম এই দুর্ঘটনা এড়ানোর জন্যে।
তো আপু এর প্রতিবাদ করলেন বল্লেন আমি নারী জাতিদের অপমান করি বলেই এত ছ্যাক খাই
যদিও খাইছিলাম একটা
তো আপু র কাছে জানতে মুন চায় "আপু আপনারা তো জানেন ই আমরা কুত্তার মত ঘুরি।আর কুত্তা সুযোগ পাইলে ভয় তো আপনাগো ভয় দেখাবেই।আপনাগো সাবধান হইতে এত্ত বাধে ক্যান???
আপু রা একটা কথা কই
"এইডা এমন একটা দেশ যেইখানে মাত্র এক লক্ষ টাকায় অংগহানির মামলার নিষ্পত্তি করা যায়।অথচ একটা অংগ ছাড়া জীবনে র কোনো মানেই নেই।
এইডা এমন দেশ যেইখানে দেড় মাস আন্দোলোনের পর ও একটা অপ্রাধীর ফাসির রায় কার্যকর করা যায় না।"
আর রেপ হইলে কি হয়???
সতীত্ব ই. নষ্ট হয়??? আর কিছু হয়?
তোমরা বিচার আশা কর ক্যামনে।
সারাদিন ঘরে বসে বয়ফ্রেন্ডের সাথে "উম্মাহ উম্মাহ " করলেই হয় না।
বাইরে আসো
দুনিয়াটাকে চিন
অনেক কঠিন দুনিয়াটা।
বাস্তবতা স্বপ্নের চাইতে অনেক বেশি নির্মম।
যেইদিন রাস্তায় রেপ হইয়ে কাতরাবা সেদিন স্বার্থপর বাপ মা ও লজ্জায় মুখ দেখাতে চাইবে না।
সাবধানতার মাইর নাই।
সাবধান হউ
©somewhere in net ltd.