নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

নতুন বোতলে পুরান মদ :P

০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৪

যাই হোক গতরাত থিক্কা প্রায় ২৭ জন আমারে টেক্সট করছে "ভাই নাম চেনজাইছ ক্যান? "



তার উপর অথৈ কলেজে যাওয়ার পর আমারে পিডাইছে :(



আসলে আমার আগের নামটা আমি যে কেন দিছিলাম জানি না।বাট আমার একটা প্রবল ইচ্ছা আমি এক টা মিউজিক প্রডাকশন হাউস খুলবো।



যার ওরকম একটা নাম থাকব্বে।



আর আগের নামটা কিন্তু অল্টারনেটিং নেম হিসেবে থাকছে।



তাহলে আবার অনেকে জিগাইছেন "অদভুত সেই ছেলেটি " কই গেল?



আসলে আমি অনেকবার ই অদ্ভুত সেই ছেলেটির মত গেট আপ নিতে চাইছিলাম কিন্তু কলেজ জীবনের ধরাবাধা নিয়ম আর বাপ মা এর ঘাড়ানির জন্যে তা সম্ভব হয়নি।।



আরেকটা প্রশ্ন জিগাইছে অনেকে "নতুন নামটা এমন ক্যান? "





আমার স্ট্যাটাস যারা নিয়মিত পড়েন তারা জানেন যে হীরা নামক এক মহিয়সী নারীর নিকট ছ্যাকা খাইয়া মাইর খাওয়ার ভয়ে আমি যশোর প্রত্যাবর্তন করি। :P





ব্যাপারটা আমার কাছে নির্বাসনে যাওয়ার মত মনে হইছে।



আর যেহেতু ওকে অনেক ভালোবাসি তাই ওর জন্যে প্রায় ই অনেক রাত জেগে কাদতাম।



ঠিক তখন থেকে আই ফিল এ র‍্যাডিক্যাল চেনজ ইন মাই লাইফ।





আই ফেল্ট দ্যাট ম্যানি আইডিয়াস আর প্লেয়িং ইন মাই মাইন্ড।



যা টুইটারের কিছু বড় ভাইদের নিকট শেয়ার করি।





তারা আমাকে এগুলো লিখে শেয়ার দিতে বপেন।



আমি এতটুকু বুঝলাম আমার আশে পাশে যা ঘটে তা যদি একটু সাজিয়ে লেখা যায় তাহলেই লিরিক্স,কবিতা,গল্প হয়ে যায়।



শব্দ নিয়ে যুদ্ধের সমতুল্য তাই "শব্দযোদ্ধা "



দ্যাটস অল...... :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.