নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ভার্চুয়াল প্রেম :P

০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

অনেক দিন আগে এক মাইয়্যার লগে ধুমাইয়া চ্যাট করছিলাম। :P



মাইয়্যা পিক দিবার চাইলো না।



যাই হোক প্রোফাইল ঘাইটে যতদূর জানলাম তার বাড়ি খুলনা।



তো একদিন আমার একটা মেসেজ এর রিপ্লায় না দেয়াতে আমি আর মেসেজ দেই নাই।আমার আবার মেসেজ লিখতে অনেক কষ্ট হয়। B)





তো ভুইলেই গেসিলাম ওর কথা।



আমার ইনবক্সে কয়ডা বড় ভাই ছড়া আর কেউ ই তেমন নক করে না।



দুই একটা মাইয়্যা যাও করে হঠাত হঠাত যখন শোনে আমি ওনাগো চাইতে ছুডু ভুলেও ধারে কাছে আসে না



তো খুলনা কন্যা হঠাত আজ নক করল।



তার উপর পিকে লাইকাইলো



আমি। তো মহা খুশি :D



কথা কইতে কইতে কইলাম পিক দাও



কয় দেহা করি আসো।



আমি কইলাম কই?



-তুমি বল



-কলেজে



-কলেজে কোথায়?



-বাস্কেট গ্রাউন্ডে



আমি প্রো ডা ঠিক মত চেকাইলাম ঠিক আছে তো হিসাব। :O



মনে হইল ঠিক নাই গড়মিল হইতেছে :/



ও কইল "তুমি তো আমার বাড়ির সামনে দিয়া যাও কলেজে দেখা করার কি দরকার?? "



বুঝলাম কাম সাড়া হইছে। :/



আহমেদ ভাইয়ার টুইট পইড়ে ভার্চুয়াল কাউরে ফিল করতে গেসিলাম।



কিন্তু উনার মত আমিও ভার্চুয়ালি ছ্যাক খাইলাম :'(



মাইয়া মানুশ ছলনাময়ী, হৃদয়হীনা।



কয়ডা অনুকাব্য লিখে টুইট করছিলাম।সব ভেস্তে গেল :(









"বিধাতা এক্সাম চইলে আইল।একটা ভালা নারী মিলায় দাও আমার কপালে।যে আমারে রাত দিন পড়তে কইব।মানুষের ব্লগ আর স্ট্যাটাস পড়লে আমি ফেল করমু।আমার একপ্তা ব্যবস্তা কইরে দাও মামুদ। " :'(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.