নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

মিউজিক প্রাইরেসি >_<

১২ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩২

মন মেজাজ ব্যপক খারাপ আছে >_<



কয়দিন ধইরে ক্রিপটিক ফেট এর "বিদায়ের গান " টা খুজতেছি।



ইনকারশন মিউজিকের ওয়েবসাইটে ঘন্টাখানিক ট্রাই করার পর ও নাকি রাহাত ডাউনলোড করতে পারে।



এক্সাক্টলি পেমেন্ট ই নাকি নেয় নাই।





ছাগলের মাথা ওয়েবসাইট বানাইছে। >_<



কারোর ই মনে হয় পেমেন্ট নেয় নাই।নাইলে তো নেটে আপ্লোড হউয়ার কথা।



আমি বুঝি না এই. যে এই বুইড়া ধামড়া গুলা পাইরেসি পাইরেসি কইরে চিল্লায় এইগুলার কি টাকার অভাব আছে....??? >_<



আর এরা নাকি সখের বশে গান করে। বিজনেস মাইন্ডেড হয়ে গান করে না।তাইলে টাকা ছাড়া গান ডালো দিতে দেয় না ক্যান??? ।



তুমরা ভাল গান গাও।



তুমাগোডা টাকা দিয়ে কিন্তে প্রব নাই কিন্তু ওয়েবপেইজ টা তো ভাল করে বানাবা।নাকি .....????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.