![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
"তোমার এই পিকটা অনেক হট অনেক জোস হইছে "
টুইটারে এই মেসেজ টা দেইখা একটু অবাক হইছিলাম o.O
এইডাও সম্বব মাইয়্যা মানুষ আমারে কয় হট??? o_O
মাইয়্যা মানুষ সত্যিই ছলনাময়ী।
আম্মা আমারে সারাদিন কইত চুল রাখিস ঘোড়ার মত (স্পাইক) মুখ ভরা পাহাড় পর্বত (ব্রণ) এই দেইখেই বোঝা যায় তুই কতটা অপরিচ্ছন্ন
যাই হোক মাইয়্যা মানুষের এক জাত কয় হট আরেক জাত দেয় গালি। :/
এদের বোঝার মত কঠিন কাজ দুনিয়াতে একটাও নাই।
প্রতিবার মাইয়্যারা নিজেরাই আইসে নক করে আমারে এরকম কয়ডা কথা কয় আমি মনে মনে ভাবি....
"বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান
এইবার ঘুঘু তোমার বাধিবো পরান "
কিন্তু সমস্যা হইলো প্রতিবার ওরাই আমার পরান বাইধে ফেলায় ইরাম সুন্দর সুন্দর কথা দিয়ে।
আমি ভাবি মাইয়্যা আমার প্রেমে পরে গেসে।
পরে একদিন বলে
"সৃজু আমারে একটু হেল্প করবা??? "
"কি হেল্প??? "
"আমার জান্তুস পাখিটা আমারে ভুল বুঝতেছে।তুমি ওরে একটু বোঝাও। "
-"ওকে চিন্তা করো না "
মনে মনে কই "ধরনী দ্বিধা হউ " :/
দুনিয়ার সব মাইয়্যা জাতি একেকটা একেকটা ব্ল্যাক হোলের বাচ্চা।
:v
বিঃদ্রঃ ব্ল্যাকহোল নিয়ে নেটে একটু স্টাডি করার সময় গালি ডা বানাইলাম।কেমন হইলো??? :v
:v
©somewhere in net ltd.