নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

বাংগালীর ধর্ম..... :(

১৩ ই জুন, ২০১৩ রাত ১০:০২

একটা গল্প ছিল এমন .....



এক লোক উলংগ অবস্থায় এক বনে প্রবেশ করে।

:P



তোহ,বনের মাঝামাঝি গিয়ে দেখে বনের সব প্রাণী তারে দেখে হাসতেছে। :D



সে সবাইরে হাসার কারন জিগায় o.O



বান্দর কয় "আমাগো সবার লেজ. পেছনে আর তোমার সামনে ক্যান .....??? " :v :v :v



বেচারা প্রথমে লজ্জা পায়... :P



কিন্তু পরবর্তী তে চট করে উত্তর দেয় "এই বনের প্রান্তের আর্শিবাদে আমার লেনজা সামনে চলে আসে " :P



পরবর্তী তে লেনজা সামনে থাকা আর্শিবাদের লক্ষন ভেবে বোকা বন্যপ্রাণী গুলো তাকে বনের প্রানী মেনে নেয়।







আমাদের বাংলালীর অবস্থাও এমন। :D



আমাদের দিয়ে এরকম একদল স্বার্থানেষী দল সুবিধালুটে নেয়।আর আমরা যেহেতু অশিক্ষিত জনগোষ্ঠী স্বাভাবিক ভাবেই তাদের বিশ্বাস করি বিচার বিস্লেষন ছাড়া বন্যপ্রাণী গুলোর মত।





আজ আমার এক ক্লোজ ফ্রেন্ডের কাছে সাইন্সের এক মেয়ের কিছু অশ্লীল ভিডিও বের হওয়ার খবর পেলাম।



ওরে বল্লাম "দেখছিস তুই??? "



বল্ল আমার এক ফ্রেন্ডের কাছে আছে।





হতে পারে ভিডিও বের হইছে।



এই যুগে এইটা ফ্যাক্ট না।



বাট মিথ্যাও হতে পারে।



সেই ক্ষেত্রে আমার ফ্রেন্ড আমাকে বলল

আমি আরো দশটা লোককে বলব।





এভাবে সমাজের চোখে মেয়েটা খারাপ হবে অথচ কেউ ই আমরা ভিডিও টি দেখলাম না।



বন্যপ্রাণী গুলোর চাইতে অধম কাজ করলাম #sigh

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.