![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
বাসায় যেই ছেলেটা এই কয়দিন আমার লগে থাকলো ও আজ একদিনের জন্যে বাড়ি গেসে। :/
ও রাত ১২ টা পর্যন্ত পড়ত আমি ৯ টার সময় বিছানায় যাইতাম আর ওর লগে গল্প করতাম,ফেবু চালাইতাম।
এই দশ দিন একা লাগে নাই।
যদিও ও গ্রামের থেকে আইসে বলে আমারে বুইঝে নিতে টাইম লাগছে(সারাদিন ফেবু গুতাই,পড়ি না)
বাট আগে যেই শুন্যতা লাগতো সেইটা লাগে নাই।
কিন্তু আজকে আবার এরকম লাগা শুরু করছে।
বিছানায় আইছি ৯ টায়।
গান শুনলাম,টুইটার ঘাটলাম,ব্লগ চেকাইলাম।বাট নো ফিলিংস :/
গান সব পুরান হয়ে গেসে।।
অণর্ব,শিরোনামহীনের গান কয়টা আনতে হবে বাড়ি গেলে।
ব্যপক একা লাগতেছে :/
মন চাইতেছে কোনো মাইয়্যার লগে চ্যাট করি।
বাট প্রবলেম হইতেছে সাইধে কারো লগে চ্যাট করতে আমার ভালো লাগে না।
আমারে কেউ কিছু জিগাইলে আমি তার উত্তর দেই। কিন্তু মাইয়্যা মানুষের চ্যাট লিস্টে অনেক ভীড় থাকে তো।
ওদের কিছু জিগানোর টাইম নাই :/
খুব ইচ্ছা ছিল একটা মেয়ের লগে শুধু কবিতা চ্যাট হবে। ও কবিতা বানাবে আমিও বানাবো O
বয়স হবে আমার সমান নাইলে ফিলিংস আইবো না :/
©somewhere in net ltd.