নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

সিটি কর্পোরেশন নির্বাচন ও আমার মতবাদ

১৬ ই জুন, ২০১৩ সকাল ৭:০৪

অন্য কোন সিটি কর্পোরেশন এর কথা জানি না

বাট বরিশাল সিটি কর্পোরেশন কে খুব কাছে

থেকে দেখছি।



রাস্তা গুলা এত্ত চওড়া যে একটু জ্যাম ও কোথাও নেই।



বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ হতেই পারে।



কিন্তু কৃতঘ্ন হবে তা ভাবি নাই :/



আজ আওমেলীগ এর হারার প্রাধান কারন ধর্ম ইস্যু।



সবাই তাকে কথা দিয়ে নাস্তিক বানিয়ে দিল।



গ্রামের অনেক মানুষ এখনো ভাবে সে নাস্তিকের মেয়ে।



এইটা এক শ্রেণীর মানুষের রটানো কুতসা।



বলা হয় বংগবন্ধুর অবৈধ স্ত্রীর মেয়ে সে যে ছিল হিন্দু।



কিন্তু সেই নিউজ আপনারা পেলেন কই?



কেউই বলতে পারবে না।



সবাই শুনে আসছে।



এবার আসি হেপাচোদ দের কথায়।



আচ্ছা হেপাচোদ দের ১৩ টা আইনের যতগুলা ছিল আপনারা কখুনো ভাবছেন সবগুলা আইন

আদৌ বাস্তবায়ন সম্ভব কিনা.....???



এইটা হিন্দু,মুসল্মান,বৌদ্ধ,খ্রিস্টানের দেশ।



শুধু মুসল্মানের দেশ না।



যে একজন অন্য ধর্মের লোক আসিলেও তাকে বিসমিল্লাহ বলতে হবে।



আর নাস্তিকতাদের ব্যপারটায় আসি।



সবাই তাদের ঘৃণা করে।



আজ তাদের একটু ভেবে দেখাr অনুরোধ করব



ভাইয়া আপনারা তো কখনো তাদের কাছে



শুনতে যাননি কেন তারা নাস্তিক???



আপনার বিশ্বাস দিয়ে তাদের বিশ্বাস খন্ডাতে গেসেন কখনো????



তাহলে আপনি কিসের আস্তিক।



রাজপথে নেমে কখনো ঝাঝালো কন্ঠ দিলেই



আস্তিক হউয়া যায় না।



তবে সত্যি বলতে কি আমি ভাবছিলাম আওমেলীগ

ক্ষমতায় আবার আসবে কারন

আর কিছু না লোডশেডিং কমানো আগের তুলনায়

অনেক পরিমান,৩ জি নেটোয়ার্ক,প্রতিটা শহরের

রাস্তার উন্নয়ন,প্রতিটা বেসরকারি স্কুল কে সরকারী করন



এসব উল্লেখ্যোগ্য কিছু স্টেপ নিছিল।



যদি বলেন আমি আওমেলীগের সাপোর্টার।



তাহলে আমি তাই ই।



তাও রাজাকারদের সাপোর্টার না।



আর যারা ঘন্টার পর ঘন্টা বাশের কেল্লার

আপডেটের জন্যে বসে থাকেন তাদের বলব



একটু উইকি অথবা নেটের মুক্তিযুদ্ধ

বিষয়ক পিডিএফ ঘাটেন অনেক কাজে দিব।



দেশটাকে একটু ভালবাসেন দেখবেন ধর্ম

এমনিতেই রক্ষা হইব।



বিএনপি সমর্থিত যারা ক্ষমতায় যাচ্ছে তাদের

অভিনন্দর।



তারা ক্ষমতায় যাওয়াতে আমি অখুশি হচ্ছি না।



শুধু খারাপ লাগছে ভাবতে

কতগুলা রাজাকার দেশ শাসন করবে #sigh

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.