![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
বন্ধু তোরা আছিস পাশে বলেই
রাত্রি আমার কাটে।
ঘুমের মাঝ্র সৌপ্নের ঘোড়েঅ
তোদের ছবি আকে।
কলেজের সেই প্রথম প্রেমে।
ছোট্ট হয়ে ওঠা মুখ
তোদের দিকে তাকিয়েই জেগে ওঠে
নিয়ে উজ্জৌল চোখ।
পড়ার সময় হোচট খেতে খেতে
যখন ছিলাম চুপ
তখন তোদের আহব্বানেই
উঠি দাড়িয়ে নিয়ে নতুন সুখ।
সেই মেয়েটির চলে যাঅয়ার পর
যে থাকত পথ পানে চেয়ে
চোখের জলে যার চোখ উঠ্তো
প্রতিদিন সুধু নেয়ে
সেই ছেলে শুধু তোদের জোড়ে আবার
ওঠে নতুন করে জেগে
গানে গানে শুধু এতটুকুই বলে সে
থাকিস তোরা ওপারে
©somewhere in net ltd.