নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ফাউল

২২ শে জুন, ২০১৩ রাত ১০:৪২

আমাদের সমাজের উচুঁতলায়

দেহের স্বাধ ও স্বাদ

মেটাতে পতিতাবৃত্তি (নর/নারী)

করা হলো আধুনিক্তা তথা ফ্যাশন

আর নিচুতলায় তা হলো পাপ

এবং পদস্খলন।



আজ এক ভাইয়ের কথা মনে পড়ল।



ক্লাস এইটে পড়ি তখন মে বি তখন।



এক্সাম চলছে পাশের সিটে সেই বড় ভাই।



চুল একটু বড় বড়।



স্বাভাবিকভাবেই ইংলিশ টিচার এসে দাড় করালেন



-চুল বড় ক্যান???



-বাবড়ি চুল রাখা সুন্নত।



তো সে টিচার কিছু না বলে চলে গেলেন।



তিনি ফরিদপুর জিলা স্কুলের বাংলার টিচার

মোফাজ্জেল স্যারের কাছে সাহায্য চাইলেন



স্যার আসলেন.....



-এই ছেলে চুল বড় কেন???



-স্যার বাবরি রাখছি।



-খালি কি বাবরি রাখাই সুন্নত???

টুপি কই???



-কাল থেকে পড়বো।



যাই হোক এরপর তাকে টাকে আমি কোনোদিন টুপি পরা অবস্থায় দেখি নাই।



যদিইও সে সেইদিন বেয়াদপী করছিল বাট ধর্মের দফাই দেওয়াতে স্যার কিছু বলতে পারেনি।



মজার বিষয় হল কিছুদিন আগে দেখি আমার বিভিন্ন স্ট্যাটাসে সে আমারে আওমেলীগের বাচ্চা বলতেছে...গালি ditese.tui তোকারি করতেছে এবং হুমকিও দিছে ফরিদপুর পাইলে মারবে আমারে...



তার লাইক ঘাটে দেখি বিভিন্ন ১৮+ পেজে লাইক দেয়া ...



আমি কারণ জিগাইলাম



সে কইল ঐগুলাতে নাকি ইসলাম নিয়ে ভাল ভাল পোস্ট দেয়.... ঃও



আমি শুইনা.....হয়ে গেলাম



এরকম প্রতিনিয়ত এক শ্রেণির লোকজন মাথায় টুপি পরে হাজার হাজার খারাপ কাজ করে বেড়াচ্ছে...এইটা আরেক শ্রেণীর দৃষ্টিগোচর হয় না..



ঝামেলা লাগে যখন আমরা টুপি ছাড়া দেশদ্রোহিতার বিচার চাই....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.