নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

একা একা সারাবেলা.... :(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:১৪

একটা জিনিস চিন্তা করলাম এতক্ষণ ....



আসলে আমরা সিংগেল অনেকে যে ভাবি জি এফ ছাড়া আমরা অনেক সুখি .... :)



আসলে কতটা সুখি???



হ্যা এটা ঠিক জিএফ থাকলে অনেক প্রব্লেম ফেস করতে হয়।



প্রথমত সারাদিন একখান গলা উঠতে বস্তে কয় :P



দ্বিতীয়ত এই লোকের কথার বাইরে চললে কপালে উষ্টা আছে :P



এরপর ও এর মধ্যে একটা সুখ আছে।



না আমি অবশ্যই পৈশাচিক সুখের কথা বলছি না অন্তর্নিহিত সুখের কথা বলছি :)



কিছু কিছু বেপার আছে যেগুলো কারো সাথে শেয়ার করা যায় না এইক্ষেত্রে এই অকর্মণ্য বালিকা গুলাই দিতে পারে আপনাকে প্রশান্তি :P



আমি আমার বাস্তব লাইফের উদাহরণ দেই আমি যখন বছর খানিক আগেও হীরার সাথে প্রেম করতাম কেন জানি হতাশ হলেই ও আমাকে বিভিন্ন বুঝ দিত।আমি বরাবরই বেশি হতাশ।ওর কথার উপর খুব বেশি নির্ভর না করতে পারলেও একটূ হলেও সস্তির নিস্বাস ফেলতাম। :)



কিন্তু সম্পদ থাকলেই সম্পদ হারানোর ভয় থাকা স্বাভাবিক।আর মেয়ে মানুষ এইডা আরো কঠিন সম্পদ। যারা খালি হাত থেকে বের হউয়ার জন্যে নিশপিশ করে।



বছর খানিক হুলো হতাশা দূর করার লোক পাইনা।



কষ্ট ও লাগে অনেক..... :/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.