![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আচ্ছা এতো স্বপ্ন সত্যি হয়
তুমি কেনো সত্যি হউ না???
এতো গল্প শেষ হয় তোমার
ভাবনা কেনো শেষ হয় না?
এতো রাত ভোর হয় তোমার
কেনো আলো জাগে না?
তুমি এতো স্তব্ধ কেনো?
এতোটা নিথর?
একলা পাহাড়ের মত?
অথবা ক্ল্যাসিক কোনো সুর ধারার মত???
এতটা নিশ্চল কেউ হতে পারে?
আচ্ছা তুমি কি বাস্তব??
নাকি অলীক কল্পনা???
এত ভেবেও যদি একটু কূল পেতাম
তাহলে কি করতাম তুমি জানো?
নাহ তুমি জানবে কীভাবে??
জানে আমার মন।
তোমাকে অনেক ভালোবাসতাম।
অনেক.....
কিন্তু কি আর করার .....????
তোমাকে পাওয়া হল না......
©somewhere in net ltd.