![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
হাসপাতালে গেসিলাম এই রাতের বেলা.....
আমি আমার লাইফে যতগুলো জায়গা অনেক ভয় পাই তার মধ্যে হাসপাতাল একটা।
হাসপাতালে বিভিন্ন মানুষের বিভিন্ন ভাব দ্রুত বদলায়।যেটা আমাকে অনেক বেশী ভীত করে।
কেউ মারা গেলে এখানে মানুশ যতটা কষ্ট পায় ততটাই খুশি হয় যখন কেউ জন্মলাভ করে।
আমি লাস্ট যেবার হাসপাতালে ভর্তি হই বাবা সারা রাত আমার জন্যে জেগে ছিলেন (that's why i respect him from my soul not as usual)
তো রাত দেড়টার দিকে আমার ঘুম ভাংলো। স্যালাইন ও প্রায় শেষ হল।বাবাকে বল্লাম তুমি বেডে ঘুমাও।আমার স্যালাইন আর অল্প শেষ হলেই আমি একটু ঘুমাবো।
বাবা তো রাজী হয় ই না।অনেক কষ্টে রাজী করালাম।
তারপর যখন স্যালাইন শেষ হল আমি স্যালাইনের সুচ খুলে দেখি ব্লিডিং হচ্ছে তো নিজেই বাবাকে না ডেকে নার্সের কাছ থেকে তুলো আনলাম এর পর দেখি করিডোরে এক লোক একা বসা।
তো আমি পাশে গিয়ে বস্লাম।
লোক্টার পড়নের কাপড় দেখে বোঝা গেল গরীব।
তো আমি জিজ্ঞেস করলাম "কই থেকে আসছেন? "
-সালথা (ফরিদপুরের উপজিলা মে বি)
-ও ।তা কে অসুস্থ???
-আম্মা।
-খাইছেন??? ঘুমাইছেন??
-ঘুমামু ক্যামনে বাপ??? এইখানে যে আছে সে নামে ভাই কামে না।
পরে কথা বার্তা শুনে বুঝলাম উনার ভাইয়ের আর্থিক অবস্তা অনেক ভাল। তবে মা বাপের সাথে কথা বলে না।অসুস্থ হইলেও নাকি দেখতে আসে নাই।
আমি বিধাতার কাছে শুধু এতটুকুই চাই আল্লাহ তুমি আমারে একদম গরীব কইরে দিও তাও ভাল।কিন্তু
মা বাপরে রাখার ধৈর্য দিও।উনাদের যেন আজীবন কাছে রাখতে পারি
©somewhere in net ltd.