নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

বন্ধু.....

২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

আজ অনেক গুলা বিষয় নিয়ে মেজাজ মুটামুটি ব্যপক খারাপ আবার গরম ও বটে।



অনেকগুলা বিষয় নিয়ে লেখতে মন চায়তেছে।



প্রথম বিষয়ডা আপাতত ডিসক্রাইব করছি....



কথা হচ্ছে......



বন্ধু বান্ধব কিসের জন্যে......???



এরকম করে বল্লেই ভাল হয় মানুষ গোষ্ঠী গত ভাবে বসবাস কেনো করে....???



অন্য ব্যক্তির কাছ থেকে কিছু শেখার জন্য।



আর এই শেখার জন্যে মানুশ অনেক নিচু হলেও আপাত দৃষ্টিতে সেটা নিচু বলে গণ্য হলেও সেটা কিন্তু নিচু না।কারণ মাথা উচু করে কখনো কিছু শেখা যায় না।



বন্ধুরা একটা ছেলেকে শুধু খারাপ ই করে না।অনেক ক্ষেত্রে এটা অনেক ভাল করে।



অনেক ছেলে আছে যারা বন্ধুদের সাথে হিংসা করে পড়াশোনা করে ঠিকমত।এতে কিন্তু লাভের লাভ ঠিক ঈ হয়।



হ্যা হতে পারে অনেক ছেলে সংগদোষে খারাপ হয়।



আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন আপনার যেই বন্ধুটা সিগারেট খাওয়ার জন্য যতটা আদর আপ্যায়ন করবে ততটা আদর কখনোই করবেনা কলেজের একটা নোট নেয়ার জন্যে।



আপাত ভাবে আপ্নি সিগারেটের দিকেই যাবেন এইটাই স্বাভাবিক।তেমন ভাবে আপনার চরিত্রের কেউ ভুল ধরলে আপনার খারাপ লাগব্র এবং বন্ধুটিকে মনের অঞ্জান্তেই অনেক গালি দিবেন।



কিন্তু একটু ভেবে বলবেন কোন বন্ধুটা বেশি ভাল যে সিগারেট দিল নাকি যে আপনার মন খারাপ বা ভাল হবে সেটা না ভেবে আপনাকে আপনার চরিত্র শুধরতে বলল।



আরেকটা জিনিস আপনার চরিত্রে যদি খারাপ কিছু না থাকে তবে আপনি একজনের কাছেই খারাপ হবেন।যখন বুঝবেন দশজনের কাছে খারাপ তখন বুঝবেন কিছু একটা গরমিল হচ্ছে।



অথৈ যখ। সেদিন নামাজে আমার একটা ভুল ধরায় দিল জিনিসটা মোটেও আমার কাছে খারাপ লাগেনি বরং ভাল লাগছিল যে কেউ একজন আমার দিকে খেয়াল রাখছে।অথচ পারতাম নআ আমি মাইন্ড করতে ......?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.