![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
মা বাবার সাথে প্রতিনিয়ত প্রতারণা করে যাইতেছি....
সামনে বড় ভাইগুলার রেজাল্ট দিবে সবারই রেজাল্ট ভাল হবে।আমার মা বাবাও আশা করা শুরু করবে সামনের বার ছেলের এমন একটা রেজাল্ট হবে।
বাট তারা নিজেরাও কল্পনা করতে পারছে না কতটা খারাপ রেজাল্ট আমার হতে পারে।
সেই ইয়ার ফাইনালের পর একটুও পড়ি নাই।সব বই নতুনের মতই আছে অথচ বাপের পুরোনো টাকাগুলো ঠিকই নষ্ট করে যাইতেছি।
এই রোজাকালামের দিনে কতগুলা ছেলে মেয়ের সামনে বকর বকর করে টাকা আয় করে আর আমি দুই তলার এই বড় রুমটার উপর নরম বিছানায় শুয়ে কানে হেডফোন হাতে মোবাইল রেখে নষ্ট করি।
খারাপ ই লাগে অনেক।বাট কিজন্যে জানি এর থেকে বের হতে পারি না।তবে খালি বকবক ঈ করতে পারি।উপ্লব্ধি করতে পারি দেশের সমালোচকের মত।কিন্তু দূরীকরণের জন্যে বাস্তব পদক্ষেপ নিতে পারি না
আমি কখনোই ভোর ৩ টার পর ঘুমাই না (যদিও মাঝে মাঝে ৪ বা ৫ টা) ।জেগে থাকি। গান টান শুনি।বাট ইদানিং সেই অভ্যাস টাও পাল্টে গেছে।৯ টার সময়ও আমি ঘুমাইতেই থাকি।
রোজা আসার পর থেকে ফজরের, যোহরের নামাজ পড়াও হচ্ছে না।
আমার যে কি হচ্ছে কিছুই বুঝতেছি না।একটা যন্ত্র কিভাবে আমারে কন্ট্রোল করতেছে????
মোবাইল টা ছাড়তেও পারি না ধরতেও পারি না কষ্টও টা কই রাখব???
রেজাল্ট তো ঠিকই খারাপ হয়ে পড়ে থাকবে.....
©somewhere in net ltd.