![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
দুইটা দেড় ফুটের মেয়ে সারাদিন আমার রুমে আইসে গ্যাজায়....
ফোন ধরে হেডফোন ধরে।পেন্সিল ধরে এ ধরে ও ধরে।অন্যসব ধরলে তেমন কিছু হয় না বাট ফোন হেডফোন ধরলেই মেজাজ গরম হয়ে যায়।
সারাদিন ঘাড়ানির উপ্রে রাখি।
ব্যপক বিরক্তি লাগত।
আজ সারাদিন মেয়ে দুইটা নাই কেমন জানি বাসা ফাকা ফাকা লাগতেছে।
মনে হচ্ছে মামী কাউরে বকা দিচ্ছে না।কেমন জানি লাগতেছে।
আমি যখন বাসায় থাকি সারাদিন আব্বু আম্মু গালি দেয়।মোবাইল,পিসি নিয়ে বসে থাকি তাই।
আমি চলে আসার পর মনে হয় আম্মু আব্বুর ও ফাকা ফাকা লাগে বাসা।
আম্মুর কথা খুব বেশি মনে পড়ে না তবে আব্বু আমাকে হাজার বকা দিলেও তাকে অনেক মিস করি।খালি একটা জিনিস ই মনে হয় বাবাকে ধোকা দিচ্ছি।
তার কষ্টের মূল্য দিতে পারছি না।
©somewhere in net ltd.