![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ছোট বেলা থেকেই ঘাড় ত্যাড়া স্বভাবের হওয়ায় কিছু উল্টা পাল্টা দেখলেই মেজাজ গরম হয়ে যায়।
আর এই নিয়েই তোলপাড় শুরু করি।আর এভাবেই টুইটারে দুই দুইবার ভেজাল করছি বিরাট রকমের।
কয়ডা ছেলেপেলে এক জোট হয়ে আমারে ফাসায় দিছিল।প্রথম্বার আমার দোষ ছিল স্বীকার করি সবার কছে মাফ ও চাইছিলাম।
কিন্তু দ্বিতীয়বার দোষ ছিল না।
একটা ছেলে মেয়ের লগে ফ্লার্ট করছে ধরায় দিছি।অথচ তার পরিচিত পুলাপান এক লগে পচায় গেল ভালো কথা।
তাদের মতে আমার দোষ তারে আমি ইনবক্সে ওয়ার্নিং দিতে পারতাম।দিলাম না ক্যান????
বুঝলাম এইটা আমার দোষ।
বাট সে সে মেয়েটার নামে বাজে কিছু কথা বলে যেইটা আমার ইগোতে লাগে ব্যপক (মেয়েটা আমার পরিচিত)
তাই তার কাছে মাফ চাই নি।(না হইলে চাইতাম)
কিন্তু একটা মেয়ে বারবার আমার কাছে বলতেছিল মাফ চাও ওর কাছে।মেয়ে মানে বড় আপু।হাজার হইলেও মেয়ে মানুষ বলছে তাই কয়জন নিরপেক্ষ লোক ও বলল ওই আপু তো অনেক ভাল মেয়ে।ও যখন বলতেছে তাইলে তোমার ই দোষ।
সত্যি বলতে কি আমি নিজেও এক সময় ভাব্লাম ছেলেটা রেগে গিয়ে বলছে অস্বাভাবিক কিছু না।
কিন্তু কিছুতেই বুঝতেছিলাম না এই আপু মাফ চাইতে কয় ক্যা? এই আপুর কি???
পরে আজ একটু আগে টাইমলাইন দেইখে পুরা চুদনা হয়ে গেছি।
দেখি টুইটারের মিট আপে ওই আপু আর ওই পোলা এক লগে বইছে আর বিভিন্ন স্টাইলে পিক তোলা।
মাইয়্যা মানুষ যে স্বার্থ ছাড়া কিছুই বোঝে না তা আবারো শিখলাম।
মাইয়্যা ওরে চিনত বলেই যতই পোলার দোষ থাকুক আমারে মাফ চাইতে কয়।
পরে রাগের চোটে মেনশনের রিপ্লাই ই দেই নাই >_<
©somewhere in net ltd.