![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
নিষিক্রিয়,নির্বোধ সেই দুষ্ট আত্মা
যখন হাতছানি দেয় তোমায় ভিড়িয়ে দরজা
তখন আকাশে থাকবে আধার অমাবশ্যা
বারাবে হাত কিছু বেশ্যা
তারপর ও কি থাকবে বসে সেই আধারে
অন্ধকারে যেখানে বর্বরতা জন্মে
বেজন্মার মত বেড়ে ওঠে লিকলিকিয়ে
শীর্ণকায় এক কিম্ভুত শরীর নিয়ে।
তোমরা তরুন জন্মাও নির্ভীকতায়
গান গাও সাহসিকতায়
ছুটে চল অবিরাম দুরন্ততায়
মন থাকে বিহব্বল অস্থিরতায়।
ভালোবাসায় অবচ্ছন্ন হও না যখন তখন
বুকের আগুন জ্বলে দ্বিগুন।
সেই তরুন কেনো পরাজয়ের গ্লানি নিবে?
কি জন্যে অসুস্থতায় অবশ হবে?
অবশতা দূরে ঠেলে অন্য এক শান্তির খোজে
প্রতিকূলতার বিরুদ্ধে ছুটে চল রাত্রে বিরাতে
মনের তেজ আর আর শক্তি নিয়ে
শত্রুর কলিজায় আঘাত হানো আকস্মিকভাবে.....
©somewhere in net ltd.