![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ক্রিপটিক ফেট শুধু "নয় মাস "
প্রজেক্ট টার জন্যে ভালো ব্যান্ড
হিসেবে দাড়ায় গেলো।
এছাড়া ওরা অত
বেশি ভালো গান করে না।
তবে হ্যা যখন বিডিতে মেটাল গান
মানে পাগলদের গান ভাবা হত
তখন সাকিব ভাই কর্কশ গলা নিয়েই কুত্তার মত
চিল্লায়ছে আর পরবর্তী জেনারেশন এর পুলাপান
গুলারে এনকারেজ করছে।
বিডিতে মেটালের
জন্যে সে একটা প্লাটফর্ম
করে দিয়েছিল।
যেটা পরবর্তী জেনারেশনের
অনেক কাজে লাগতেছে
নয় মাস প্রজেক্ট থেকে অনেক আয়
ও করে নিল ওরা।পার সং ১০
টাকা মানে বাংলাদেশের
প্রেক্ষাপটে অনেক বড় বেপার।
আর এই এলবামের হার্ড কপির দাম হবে মিনিমাম ১০০ টাকা।তবে ভালো হইলো এই পুরা টাকা রানা প্লাজা ধ্বসের ক্ষতিগ্রস্ত দের জন্যে ব্যভার হচ্ছে।
আরো বড় ব্যাপার হল ক্রিপটিক ফেট এখন অনেক ডেভেলপড ব্যান্ড।আগেও ছিল।বাট মুষ্টিমেয় কিছু লোক গান শুনত।বাট এই এলবাম দ্বারা অনেক লেভেলের লিসেনারদের মন জয় করতে পারবে তারা আমার মনে হয়।
আর ১০০ টাকায় ৯ টা গান পাওয়া গেলেও গান গুলা শুনে আপ্নার পুরা ১০০ টাকাই উসুল হবে বলে আমার মনে হয়
©somewhere in net ltd.