![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ছোট্ট সেই টঙে বসে করি না তো আর পাড়া শাসন
সারা রাত গাঞ্জা ফটিয়ে করি না তো আর দিন যাপন
রাত হাসে এক ফালি চাদের সাথে
ঠিক যেন পেপের মত...
ভাবায় না আর ছোট্ট খুকির সেই হাসি
অথবা কোনো বুড়োর হুপিং কাশি।
টাকা আসে টাকা যায়
সপ্তাহ শেষে হায় হায়
এত টাকা কে খায়?
টাকা বাবা,মহাশয়।
দিনে দিনে বাড়ছে দেনা...
দে না বাপ একটু ক্ষেমা..
তোকে ছাড়া বাচবো ক্যামবা?
জীবন অচল উইথআউট শর্মা।
সিগির টান আর একটু ধুমা
একে ছাড়াও পড়ব কোমা
গন্ধে গন্ধে ভরবে রুম
কষ্ট সব হবে গুম।
বৃষ্টি আসবে বৃষ্টি যাবে
ভিজতে ভিজতে হয়রান হবে।
তবুও নিভবে না সেই ধোয়া
যেটা সেদিন গিয়েছিল খোয়া।
পাইনি আমি সেই কষ্টের খোজ
যা আজো নিখোজ।
যার জন্যে এই সুখটান
বাড়ছে এত প্রতিদান।
প্রতি টানে ফুরোচ্ছে জীবন
বল কেনো সব হল এমন?
লাস্ট নাইট আই ড্রিংক এ লট
সো সামথিং ইজ ওলট পালট।
দিজ ইজ দ্যা সং ফর ইউ।
শাট আপ,ইটস নট ইউ।
জাস্ট মিউ মিউ।
ট্রাই টু আন্দারস্ট্যান্ড হোয়াট আই এক্সাক্টলি মিন
তোকে ছাড়া লাইফ সত্যিই অর্থহীন....
©somewhere in net ltd.