নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

জীবনের পথে..... :)

১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৩৮

আজ একটা মজার কাহিনী ঘটছে...... :D :D :D



এক ভাইয়া এর আগে কয়েকবার দেখা করতে চাইছিল।



বাট ফেবুর কারো লগে দেখা করতে এট্টু ভয় ভয় লাগে তাই সহজে দেখা করতে চাই না।বিভিন্ন কথা বইলে কাটাই দেই।



তো শোভন ভাইয়ার সাথেও গতবার দেখা করতে পারি নি....



আজ হোটেল লাক্সারীর নিচের হোটেলে বসে ছিলাম।হঠাৎ ফোন.....



-হ্যালো



-হ্যালো আমি ফেবুর শোভন



-জি বলেন



-আপ্নি কই???



-ফরিদপুর।



-তুমি নতুন বাসস্ট্যান্ড এ আসতে পারবা???



-আমি লাক্সারীর নিচে তো ধলার মোড় যাব।



-ও...





টুট টুট টুট..



ফোন কেটে গেল...



তো ধলার মোড় গেলাম।



হঠাৎ চয়ন ভাউ এগিয়ে গিয়ে এক ফ্রেন্ডের সাথে হ্যান্ডশেক করল।



তো সে আমার দিকে তাকিয়ে থাকল..





চয়ন রে জিগাইলো



-কে এইটা...



-ছুডু ভাই।যশোরে থাকে।ক্যানো চিনিস নাকি???



(আমার তো বুক দুরু দুরু কর্তেছে।আমারে এক পোলা মারার কথা হীরার সেই প্রব গুলা নিয়ে। আমি ভাবলাম সে না তো.... :P )



-নাহ চেনা চেনা লাগে।



ভাইয়াটা আমারে জিগাইল্য.



-তোমার ফেবু আইডির নাম কি???



-নির্বাসিত....



-আমি শোভন।ফোনে টাকা ছিল না..... :)





আল্লাহ যে কার লগে কি অবস্থায় দেখা করায় দেয়.. :) :) :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.