![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
মাইয়া মানুষ সিগারেট খায় এই জিনিসটা গত দুই বছরে অতিরিক্ত পরিমানে দেখছি।
আমার সাথে এক আপুর পরিচয় ছিল যে তার বাসার ফ্রিজে ওওয়াইন,বিয়ার রেখে দেয় এবং বিভিন্ন ওকেশনে খায়।আমি যখন জিগাইলাম ফ্যামিলি থেকে কিছু বলে না?? বলল না বলবে কেনো???
একটু আট্টু বোকা সেজে গেছিলাম "মাইয়্যা কয় কি?? "
আসলে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে তো তাই এইটা এট্টু অস্বাভাবিক লাগে।তবে একটা মেয়ে সিগারেট খাবে এইটা স্বাভাবিক লাগে।
এছাড়াও কিছুদিন আগে টুইটারে একটা ৮ এ ইংলিশ মিডিয়ামে পড়া মেয়ে বিএফের লগে সীসা খেয়ে এসে টুইট করল এটাই নেশা হয় না।ভাল জিনিস। অন্য রকম ফিল হয় ব্লা ব্লা ব্লা....
তো আমি বললাম, "বাপের টাকা খেয়ে এসব করতে লজ্জা লাগে না?? " (মেইনলি ওর পার্সোনাল ম্যাটারে ঘাটতে গেছিলাম কারন ব্যপক রাগ ধরছিল)
মেয়ে তখন আমাকে ইন্ডাইরেক্টলি ছেছড়া বলছিল।
কেনো বলছিল জানেন???
কারন আমি কোন যুগে থাকি যে সীসা খাইলে এসব কথা বলি??? এগুলা অহরহ হচ্ছে।যা আমাদের মত নিচু লেভেলের মধ্যবিত্ত ছেলেরা কল্পনাও করতে পারে না।
এ সব আধুনিকতার ফসল।আর ঐশী যেটা করছে সেটা আমার দৃষ্টিতে ঠিক ই আছে।এমন ই হউয়ার কথা।
আপ্নি যখন গ্রাম থেকে শহরের কোনো ছেলেকে হুবহু ফলো করতে চাইবেন আপ্নার মাঝে মাঝে কোনো না কোনো খুত ঠিকই থাকবে।ঐশীর কাজটা সেই খুতের অংশ।নাথিং এলস.....
আপ্নারা আধুনিক হতে চাইবেন আর এরকম কিছু নিউজ পত্রিকায় দেখতে চাইবেন না এটা তো হতে পারে না তাইনা......????
©somewhere in net ltd.