![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
স্কুল লাইফে বন্ধু বান্ধব দের সাথে তেমন ঘনিষ্ঠ ভাবে মিশতে পারি নি তাই বন্ধুত্বর আসল মজা অথবা এর সংজ্ঞা আমার কাছে এখনো অজানা।
বাট যতটুকু বুঝছি এতদিনে তা হল স্বার্থপরতা,হিংসার উর্দ্ধে গিয়ে কারো ভালো কিছু করা এমন কিছুই।
আমি ব্যক্তিগত ভাবে প্রচুর স্বার্থপর আর হিংসুক।এট লিস্ট পড়াশোনার ব্যাপারে।হতে পারে আমি সবার মত অনেক পড়তে পারি না।বাট কেউ আমার চাইতে ভালো পারুক মনে মনে এটা কখনোই চাই না।বাট কসম দিয়ে বলতে পারি আমি সর্বদা চেষ্টা করি এই হিংসা আর স্বার্থপরতা বাইরে প্রকাশ না করতে।
আমি কলেজ লাইফে জীবনে ফার্স্ট টাইম সকল লেভেলের ছেলেদের সাথে মিশছি।কিছু কিছু বন্ধু বান্ধব থেকে সরে আসছি কারন আমি তাদের খারাপ দিক থেকে ভাল দিকে আনতে পারি নাই।এইটা যদি স্বার্থপরতা র জন্যে হয় তাহলে তাই।বাট কারো সাথেই কখনোই আমি সম্পর্ক খারাপ করি নাই।আর কিছু কিছু পিকুলিয়া টাইপের পাবলিকের সাথেও উপর দিয়ে সম্পর্ক রক্ষা করে চলি যাদের মনে মনে মোটেও পছন্দ করি না।এই লোকগুলারে আমি জীবনে যখনই সুযোগ পাব একটা ক্ষতি কইরে ছাড়ব।
কলেজ লাইফের অন্যতম বন্ধুগুলার মধ্যে অবশ্যই এক নাম্বারে আসবে Rahatil Rahat,দুই নম্বরে ছাত্র হিমু,তিন নাম্বারে sk Sk Istiuqe,চার নম্বরে যান্ত্রিক কোলাহল ,পাচ নম্বরে Tahurul Islam Priam.
এদের সবার সাথে সব সময় যোগাযোগ রাখতে পারি না।তার উপরে অনেকে আবার নিজ থেকে আমাকে ভাল বন্ধু মনে করে না মে বি।তাই একই বেঞ্চে ও বস্তে পারি না কলেজে।আর হয়ত বসাও হবে না কখনো। কারন প্রিটেস্ট এর পর আর তেমন ক্লাস হবে না।
কলেজ লাইফের প্রথম দিককার বন্ধু Nahid Hassan।যার হাত ধরে কলেজে ঢোকা এখনো অনেক বন্ধুর সাথে পরিচ্য় এর হাত ধরেই। Pantho Shariar আরেকজন ভাল বন্ধু।যিনি লেখাপড়ার জন্যে আমাকে প্রায় ভুলতে বসেছেন।
এলাকার বন্ধু বলতে এই রমজানে হওয়া প্রভাত আর আসিফের কথা বলতেই হয়।নামাজ পড়তে গিয়ে ভাল খাতির।
কিছু কিছু লোকের নাম এই মুহূর্তে মনে আসছে না।বাট কলেজের সবাইকেই ভাল বন্ধু ভাবি কিছু কিছু লোক বাদে।যাদের নাম কখনোই হয়ত প্রকাশ করা হবে না।রয়ে যাবে অন্তরালে......
©somewhere in net ltd.