নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ক্যাচাল মার্কা এক্সাম >_<

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২

৬ ডা প্রশ্ন সাজেশন পাইছিলাম।হুবহু তুইলে দিছে।আর তাও এক্সাম খ্রাপ হুইছে... :( :( :(



এখন তাই বইয়া বইয়া ভাবতেছি হবহু তুলে দিল তাও এক্সাম খ্রাপ দিলাম।আর মেইন পরীক্ষার সময় তো কিছুই পামু না। তখন কেমন দিমু.....??? :'( :'( :'(





প্রবলেম টা হইলো যেই স্যার প্রশ্ন দিছিল সেই স্যার নিজে বইয়ের রাইটার।আর এমন সব প্রশ্ন দিছে যেইগুলা উনার বই ছাড়া অন্যদের বইতে নাই।আর আম্রা উনার বই কিনি নাই। তাই যথারীতি সাজেশন পাইয়েও সলভ করে যেতে পারি নাই ঠিকমত। স্বাভাবিক ভাবেই এক্সাম ব্যপক খারাপ হইছে।



এইডারে কয় পলিটিক্স। এই পলিটিক্স করাতেই ব্যস্ত কিছু অসাধু টিচার।যারা মুখে সুন্দর সুন্দর বাণী দেয় ক্লাসের হাই এ দাড়িয়ে। যাদের কথা শোনার জন্যে শত শত ছেলেপেলে প্রতিদিন কলেজে যেয়ে বসে থাকে ঘন্টার পর ঘন্টা।



তাদের মুখে থু থু দেই আমি >_<



কই আমার বাবা মা ও তো কলেজ টিচার তারা তো এমন করেন না।



তাইলে এই লোকগুলা ক্যান টাকার জন্যে পশু হয়ে যায়??? এতগুলা ছেলের জীবন নষ্ট করে.....????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.