নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

কল্পজাত কল্পনা.....

২৬ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:১৭

মন মেজাজ খারাপ।সকাল বেলা থেকে বিড়ি ফুকতেছি।গত মাসে লাস্ট প্রেম করছিলাম এর পর তে হইতেছে না কিচ্ছু।গতকাল গার্লস স্কুলের সামনে দাড়ায় ছিলাম ঘন্টাখানিক আমি আর গালিব।কয়ডা মাইয়ারে ইশারা করলাম হইলো না কিছু।গাড়ির মডেল টা চেঞ্জ করা দরকার।নতুন গাড়ি না কিনলে মাইয়ারা পাত্তা দেয় না।আর খালি হাতেও মার্কেটে আড্ডা দিলে প্রেম হইব না।এইত গতকাল ই বসুন্ধরার নিচের তলা থেকে মেয়েটার নাম্বার চাইলাম মাইয়া অন্য এক পোলার নাম্বার দিল।রাতের বেলা ফাউ কামে পোলাডার গালি খাইলাম।ডিএসএল আরের লেন্স কেনন লাগব একটা।লেন্স ছাড়া ডিএসএলআর দেখলে মাইয়ারা ফকিন্নি ভাবে।আমি কি ফকিন্নি নাকি??? আমার বাপের কয়টাকা আছে ওইডা জানে??? ওর মত দশটা মাইয়ারে আমার বাপ প্রতিদিন রুমে নিয়ে যায়।বাপের স্ট্রংনেস দেখলে আমার ও অবাক লাগে।হালা ওরকম একটা বাপের পোলা হওয়ার পরেও আমারে কিনা মিথিলা কয় "এত কম হলে চলবে??? " সামনের মাসে সুমনের সাথে এপোলো তে যামু।দেখি তারপর কেউ আমার স্ট্রংনেস এর সাথে পারে কিনা।অবশ্য এমনিতেও পারে না।গত মিড টার্ম এক্সামে রিতুনা কে যেম্নে ঘাপায় দিলাম।আমার দামী মোবাইলে কয়ডা পিক তুলে এডিট করে দিছি রেস্টুরেন্টে বসে বসে আর গাড়ি তে একটু ঘুরাইছি তাতেই কাম হয়ে গেছে।মাইয়া মনে করছে ওর প্রেমে হাবুডবু খাচ্ছি।আশুলিয়ায় নিয়ে যাইয়া কইরে দিছি।মধ্যবিত্ত ফ্যামিলির মাইয়াগুলারে করা সোজা।সালারা খালি টাকা চিনে।বড়লোকের একটা পোলারে পটাইতে পারলে মনে করে কি না কি হইয়া গেছে।বড়লোক গুলা টাকার মধ্যেই থাকে তাই অত ওরকম হয় না।তয় যেইগুলা ফাত্রা মার্কা সিগারেট,পার্টি এইসব নিয়ে থাকে এইগুলাও ওই মিডিল ক্লাসের বেশ্যা টাইপের হয়।একদিন পার্টিতে যাও বিয়ার খাওয়াও।নেশা হয়ে গেলে রুমে নিয়ে আস।করে দাও। ছেড়ে দাও।পরেরদিন ঘুম থেকে ফ্রেশ।গতরাতে কি হইছে কিছুই মনে নাই।এমনেই সালীরা বাপের টাকার বাশ মার্তেছে।আমিও মারি।ফূর্তি করি।জীবনে ফূর্তি ছাড়া আছে।ওই যে এক মাইয়া যায়তেছে। চেহারাডা খারাপ না।দেখি কতদূর কি হয়.......





(পুরা ঘটনা কল্পনাজাত।কারো চরিত্রের সাথে মিলে গেলে আমায় অভিযোগ করতে পারেন :) )

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.