![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
মামলা করার ক্ষমতা থাকলে ঈদের একটা নাটকের বিরুদ্ধে মামলা করতাম।
এই ঈদে তাহসান আর মিথিলা র একটা নাটক দিছিল ।এক্সাক্টলি নাম টা মনে নাই।বাট সেই নাটক টার কাহিণী ছিল এমন যে এক বিদেশি মেয়ে দেশে এসে একটা ঠিকানা খুজতে থাকে। তো খোজার সময় সে অটোরিকশা তে ব্যাগ টা ফেলে যায় যাতে তার পাসপোর্ট সহ সব টাকা পয়সা।অবশেষে সে উদ্বাস্তুর মত রাস্তায় ঘুরে বেড়ায় সাহায্যের আশায়।সেই পথ দিয়ে যেতে থাকে তাহসান তার বউ মিথিলার জন্যে কেক নিয়ে।কারন তার জন্মদিন সেদিন।হঠাৎ মেয়েটা যখন হাত নাড়ায় সাহায্যের আশায় তাহসান কল্পনা করে সে যদি এখন মেয়েটাকে হেল্প করতে যায় তআহলে বাসায় ফিরতে রাত হবে এবং এর জন্যে তার বউ আত্মহত্যা করবে।তাই সে হেল্প না করে হাসতে হাসতে ইংরেজী গান শুনতে শুনতে চলে যায়।
এইখানে বাঙালীদেরকে অতিথী পরায়নতায় অনুৎসায়িত করা হইছে।অথচ অতিথি পরায়ন্তা আমাদের দেশের ঐতিহ্য।
এরকম একটা নাটকে তাহসান মিথিলার মত নামকরা লোকদের মোটেও অভিনয় করা উচিৎ হয় নি :3
©somewhere in net ltd.